এইদিন স্পোর্টস নিউজ,২৭ অক্টোবর : মহিলা ক্রিকেট- ২০২৫ থেকে বিদায় নিলেও ভারত থেকে প্রায় ৭ কোটি টাকা নিয়ে ফিরছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল । সোমবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে নিশ্চিত হারের মুখোমুখি হয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু বৃষ্টির বাগড়ায় পয়েন্ট পেয়েছে তারা । ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ। আর তাতেই নিজেদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ থেকে প্রায় ৭ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশের মেয়েরা।
গতকাল বৃষ্টির কারণে পুরো ৫০ ওভার ম্যাচ খেলা সম্ভব হয়নি । ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করা ভারতের বিরুদ্ধে এটি ছিল বাংলাদেশের নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচ। এটি ছিল নিয়মরক্ষার ম্যাচ । আগে ব্যাট করা বাংলাদেশ ইনিংসে দুই দুই বার বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমেছে। ২৭ ওভারের ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে ১১৯ রানের সংগ্রহ পায়। জবাবে ভারত ৮.৪ ওভারে ৫৭ রান করার পর বৃষ্টি শুরু হলে আর খেলাই গড়ায়নি তা। ফলে ৭ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ ।
ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারালেও পরের ৬ ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি নিগার সুলতানার দল। তবে বিশ্বকাপে এক ম্যাচ জিতেই আইসিসির প্রাইজমানি থেকে বাংলাদেশ পাচ্ছে ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৯০ লাখ টাকার বেশি। বাংলাদেশের এত মোটা অঙ্কের অর্থ পাওয়ার পেছনে আছে আইসিসির নতুন নীতিমালার প্রাইজমানি। মেয়েদের এবারের বিশ্বকাপ শুরুর আগে এক ধাক্কায় ৪ গুণ অর্থ বাড়ানোর ফলে মেয়েরা পুরুষদের বিশ্বকাপ থেকেও বেশি প্রাইজমানি পাচ্ছে।
পুরো বিশ্বকাপে মোট প্রাইজমানি থাকছে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার। ২০২২ সালে সর্বশেষ বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল ৩৫ লাখ ডলার। আর ২০২৩ সালে ভারতে হওয়া পুরুষ বিশ্বকাপে মোট প্রাইজমানি দেওয়া হয়েছিল ১ কোটি ডলার।ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দল ২ লাখ ৫০ হাজার ডলার করে পাবে। ৮ দলের এই বিশ্বকাপের সপ্তম ও অষ্টম স্থান অর্জনকারী দল পাবে ২ লাখ ৮০ হাজার ডলার। এক্ষেত্রে বিশ্বকাপে কোনো দল একটি ম্যাচ না জিতলেও মোট ৫ লাখ ৩০ হাজার ডলার পাবে , যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৪৮ লাখ টাকার বেশি। গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দলগুলোর উইনিং বোনাস হিসেবে বরাদ্দ ৩৪ হাজার ৩১৪ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪১ লাখ ৯৮ হাজার টাকার বেশি।
২০২৩ বিশ্বকাপে দুই ম্যাচ জিতে সাকিব-লিটনরা পেয়েছিলেন ১ লাখ ৮০ হাজার ডলার (বর্তমান মূল্যমানে ২ কোটি ১৮ লাখ টাকা)। দুই বছর পর মেয়েদের অনুষ্ঠিত বিশ্বকাপে নিগার সুলতানা জ্যোতিরা এক ম্যাচ জিতেই প্রায় ৭ কোটি টাকা নিয়ে ফিরছেন দেশে।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আগামী ২৯ অক্টোবর মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২ নভেম্বর নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।।

