এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ অক্টোবর : কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে এক ব্যক্তিকে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছে । শনিবার রাতে চেতলা ১৭এ/১৭বি বাস স্ট্যান্ডের সামনে প্রকাশ্য রাস্তায় অশোক পাসওয়ান (৪২) নামে ওই ব্যক্তির গলায় রড ঢুকিয়ে খুন করে ঘাতক । উল্লেখ্য, অকুস্থল এলাকা ফিরহাদ হাকিমের ওয়ার্ড এলাকার মধ্যে পড়ে । প্রায়সময়ই সেখানে যান তিনি৷ কিন্তু তারপরেও এলাকাটি দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলে অভিযোগ । চেতলার স্থানীয় বাসিন্দারা এনিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে জানান যে সন্ধ্যা নামতেই বাস স্ট্যান্ড এবং সংলগ্ন এলাকা চলে যায় দুষ্কৃতীদের দখলে । বসে মদ ও জুয়োর আসর । গভীর রাত পর্যন্ত চলে দুষ্কৃতীদের তান্ডব । অথচ পুলিশ নির্বিকার । এবিষয়ে মেয়র ফিরহাদ হাকিমের তেমন কোনো মাথাব্যথা নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ।
ঘটনার বিবরণে জানা গেছে,শনিবার রাত ১১.৩০ নাগাদ চেতলা ১৭এ/১৭বি বাস স্ট্যান্ডের কাছে বন্ধুদের সঙ্গে বসে গল্পগুজব করছিলেন অশোক পাসওয়ান । সেই সময় কোনো কারনে বচসা শুরু হয় । বচসার মাঝে ঘাতক অশোকের গলায় একটা লোহার রড আমূল বসিয়ে দেয় । ঘটনাস্থলের অদূরেই অশোকের বোনের বাড়ি । তিনি দৌড়ে সেখানে যাওয়ার চেষ্টা করেন । কিন্তু রাস্তাতেই উলটে পড়ে যান । এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি । এই ঘটনায় থানার পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে ।।

