এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৪ অক্টোবর : মালদা জেলার কালিয়াচকের এক যুবককে বাংলাদেশি সন্দেহে আটক করেছে উত্তরপ্রদেশের পুলিশ । কালিয়াচক থানার বামনগ্রাম মসিমপুর গ্রাম পঞ্চায়েতের জোলা কান্দি পাড়ার বাসিন্দা আব্দুল গফফর(৩৪) নামে ওই যুবক ইউপির প্রয়াগরাজে প্লাস্টিকের সামগ্রী ফেরি করচ্ছিলেন। সেই সময় বাংলসদেশি সন্দেহে পুলিশের হাতে আটক হয়েছে ওই যুবক । এদিকে আব্দুল গফফরের পরিবার ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ যে আব্দুল গফফর বাংলাদেশি নয়, বরঞ্চ বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাকে নাকি আটক করা হয়েছে ।
জানা গেছে,প্রায় এক মাস আগে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্লাস্টিকের সামগ্রী ফেরি করতে যান আব্দুল গফফর । সম্প্রতি প্রয়াগরাজের পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে বলে অভিযোগ । পরিবারের দাবি যে আব্দুল গফফরের সমস্ত বৈধ পরিচয়পত্র রয়েছে । তার স্ত্রী ভোটার,আধার ও প্যান কার্ড প্রভৃতি পরিচয়পত্র নিয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন । তার দাবি যে বাংলায় কথা বলার অপরাধেই তার স্বামীকে আটক করা হয়েছে ।
একই দাবি করেছেন তৃণমূল পরিচালিত মালদা জেলাপরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান । তার দাবী,’আব্দুল গফফর বাংলাদেশি নন। তিনি কালিয়াচকের স্থায়ী বাসীন্দা। বাসীন্দা হিসেবে তার কাছে সমস্ত বৈধ পরিচয়পুত্র রয়েছে। তা সত্ত্বেও উত্তরপ্রদেশ পুলিশ শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধেই তাকে বাংলাদেশি সন্দেহে আটক করেছে।’ যদিও যে পরিচয়পত্রগুলি দেখিয়ে ওই ফেরিওয়ালার পরিবার ও স্থানীয় তৃণমূল নেতা তাকে ভারতীয় বলতে চাইছেন,সেগুলি এসআইআর-এর জন্য নাগরিকত্বের প্রমান হিসাবে মানতে অস্বীকার করেছে ভারতীয় নির্বাচন কমিশন ।।

