এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,২৪ অক্টোবর : “লাভ জিহাদ” ও “বহুবিবাহ” রোধ করতে আইন আনার ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা । চলতি বছরের নভেম্বরে পরবর্তী বিধানসভা অধিবেশনে বিলগুলি পেশ করা হবে বলে তিনি জানিয়েছেন ৷ বুধবার (২২ অক্টোবর, ২০২৫) অসমের নগাঁওয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বিষয়ে বলেন,’পরবর্তী বিধানসভা অধিবেশন ঐতিহাসিক হবে কারণ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে। এর মধ্যে রয়েছে বহুবিবাহ এবং লাভ জিহাদ নিষিদ্ধকরণ বিল, পাশাপাশি আমাদের অধিবেশনগুলিকে সুরক্ষা প্রদান, চা বাগানের শ্রমিকদের জমির অধিকার প্রদান এবং অন্যান্য বিল।’
মুখ্যমন্ত্রী বলেন যে মন্ত্রিসভার অনুমোদনের পরে এই বিলগুলির বিশদ বিবরণ প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী গতকাল টুইট করেছেন,’বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পর, আমরা এখন বহুবিবাহও নিষিদ্ধ করতে যাচ্ছি।আমাদের প্রচেষ্টা হল আসামের প্রতিটি মহিলা যাতে নিরাপদ এবং সুস্থ থাকেন তা নিশ্চিত করা।’।

