এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর(মালদা),০৯ সেপ্টেম্বর : গ্যাস সিলিন্ডার থেকে আগুনে লেগে ভস্মীভূত হয়ে গেল চার ভাইয়ের প্রায় ১০০ কুইন্টাল পাট । পাশাপাশি ঘরের আসবাবপত্র ও একটি বসত বাড়িও পুড়ে ছাই হয়ে গেছে । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর গ্রামে । আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মনো বিবি (৬০) নামে ক্ষতিগ্রস্থ পরিবারের এক বৃদ্ধা । তাঁকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ।
স্থানীয় সূত্রে জানা যায়,এদিন সকালে কুশলপুর গ্রামের বাসিন্দা জনৈক লাল মহম্মদের বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে যায় । সেই আগুন ছড়িয়ে পড়ে ওই ব্যক্তির চার ছেলে মানোয়ার আলি,হোসেন আলি,হাসেন আলি ও হাফিজুদ্দিনের সঞ্চয় করে রাখা পাটের গাদায় ৷ পরিবারের লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন । পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে । তবে তার আগেই ভস্মীভূত হয়ে যায় প্রায় ১০০ কুইন্টাল পাট ।
ক্ষতিগ্রস্ত চাষি হোসেন আলি জানান আজ সকাল ৬ টা নাগাদ তাঁর প্রতিবন্ধী ভাইপো সাইন হোসেন (১৩) খেলতে গিয়ে গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে দেয় ।নিমেষের মধ্যেই গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে বাড়িতে আগুন ধরে যায় ।দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়িতে মজুত করে রাখা প্রায় ১০০ কুইন্টাল পাট । নিমেষের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় সেই পাট ।যার বর্তমান বাজার মূল্য ৫ লক্ষ টাকা ।
সেই সঙ্গে তিনি জানান,ব্যাংক থেকে ঋণ নিয়ে তাঁরা চার ভাই এবছর পাট চাষ করেছিলেন । পাট বিক্রি করে ঋণ পরিশোধ করার কথা ছিল । কিন্তু এখন ঋণ পরিশোধের পাশাপাশি সারা বছর কিভাবে সংসার চালাবেন তা নিয়ে তাঁরা চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ।।