এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৩ অক্টোবর : এক ২৭ বছরের বিবাহিত মহিলাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক তৃণমূল কর্মী গ্রেপ্তার হল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে ৷ ধৃতের নাম কেনারাম দাস বৈরাগ্য নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ৷ তার বাড়ি আউশগ্রাম থানার মাঝেরগ্রামে । ধৃত কেনারাম তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী এবং সে বেরেণ্ডা অঞ্চলের ৯৩ নম্বর বুথে শাসকদলের নেতৃত্ব দেয় বলে জানা গিয়েছে । আজ ধৃতকে আদালতে পাঠানো হয় ।
ঘটনার বিবরণে জানা গেছে,ভাইফোঁটা উপলক্ষে কয়েকদিন আগে মাঝেরগ্রামে বাপেরবাড়িতে এসেছিলেন ওই মহিলা । বুধবার বিকেলে বাবার সঙ্গে গুসকরা শহরে কেনাকাটা করতে গিয়েছিলেন তিনি । কেনাকাটা সেরে সন্ধ্যা নাগাদ বাসে চড়ে গুসকরা -মানকর রোডের দ্বারিয়াপুর বাসস্ট্যান্ডে নামেন তারা । দ্বারিয়াপুর বাসস্ট্যান্ডে বধূর বাবা যখন মিষ্টি কিনছিলেন তখন তিনি একাই একটা টোটোয় চেপে বাড়ির পথে রওনা দেন। বাড়ি থেকে কিছুটা দূরে টোটো থেকে নেমে ওই মহিলা যখন পায়ে হেঁটে যাচ্ছিলেন সেই সময় কেনারাম তাঁকে জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে । বধূ বাধা দিতে গেলে তাকে মারধরও করে ।
বধূ নিজের সম্ভ্রম বাঁচাতে চিৎকার করে লোকজন ডাকাডাকি করেন । তখন তার চিৎকার শুনে পাশের আদিবাসীপাড়ার বাসিন্দারা ছুটে আসেন। বেগতিক বুঝে গুনধর তৃণমূল কর্মী কেনারাম চম্পট দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় গুসকরা ফাঁড়ির পুলিশ । পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে । রাতেই ওই বধূ গুসকরা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করলে তার ভিত্তিতে কেনারামকে গ্রেপ্তার করে পুলিশ । এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।।

