এইদিন ওয়েবডেস্ক,হুগলি,০৯ সেপ্টেম্বর : ভুয়ো ডিএসপি ধরা পরল হুগলি জেলার চন্দননগরে । পুলিশ জানায়, ধৃতের নাম সিদ্ধার্থ চক্রবর্তী । তাঁর বাড়ি চন্দননগর বক্সি গলি এলাকায় । বুধবার রাত্রি সোয়া এগারোটা নাগাদ চন্দননগর স্ট্যান্ড রোডে রানীঘাটের কাছ থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে । বৃহস্পতিবার ধৃতকে চন্দননগর আদালতে তোলা হয় ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে,বুধবার রাতে রানীঘাটের কাছে লালবাতি ও হুটার লাগানো একটি সাদা স্করপিও গাড়িতে বসে দুইজন সঙ্গীকে নিয়ে মদ্যপান করছিলেন সিদ্ধার্থ চক্রবর্তী নামে বছর ত্রিশের ওই যুবক । গাড়ির সামনে ছিল গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টিকার লাগানো । ওই যুবকের পড়নে ছিল পুলিশের পোশাক । যেখানে ওই গাড়িটি দাঁড়িয়ে ছিল তার ঢিল ছোঁড়া দূরত্বে চন্দননগর থানা। থানার এত কাছে পুলিশের পোশাক পড়ে গাড়িতে বসে মদ্যপান করা দেখে স্থানীয়দের সন্দেহ হয় । থানায় খবর যায় । খবর পেতেই পুলিশের একটি দল সেখানে পৌঁছে যায় ৷ পুলিশ ওই জিজ্ঞাসাবাদ সিদ্ধার্থ করলে নিজেকে ডিএসপি পরিচয় দেয় । সন্দেহ হওয়ায় পুলিশ ৩ জনকে থানায় নিয়ে এসে জেরা করতেই বেরিয়ে আসে আসল সত্য ।
পুলিশ জানিয়েছে,চন্দননগর বক্সি গলির বাসিন্দা সিদ্ধার্থ চক্রবর্তী আগে মেডিকেল রিপ্রেজেনটেটিভ এর কাজ করতেন । এক সময় গাড়িও চালিয়েছেন । সেই সুবাদে জেলা প্রশাসনের গাড়ি চালায় এমন কয়েকজনের সঙ্গে তার আলাপও রয়েছে । বর্তমানে তিনি কিছুই করেন না । ডিএসপি সেজে ঘুরে বেড়ান । পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে । পাশাপাশি আটক করা হয়েছে ওই চারচাকা গাড়িটি ।
ভুয়ো ভ্যাকসিন কান্ডে দেবাঞ্জন দেব গ্রেফতার হবার পর থেকেই একের পর এক ভুয়ো সিবিআই অফিসার, ভুয়ো আইনজীবী, ভুয়ো মানবাধিকার কর্মী গ্রেফতার হয়েছে । এবার হুগলিতে ধরা পড়ল ভুয়ো পুলিশ অফিসার ।।