এইদিন ওয়েবডেস্ক,ফরিদপুর,২২ অক্টোবর : বাংলাদেশের ফরিদপুরে দিনদুপুরে বাড়ির সামনে মঞ্জু রানী দাস (৩৬) নামে এক গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে কানের সোনার দুল ছিনিয়ে নিয়ে গেলো দুই দুষ্কৃতী । সোমবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে ফরিদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এই ঘটনা ঘটে। মঞ্জু রানী দাস ওই এলাকার বিষু দাসের স্ত্রী।
জানা গেছে, প্রতিদিনের মতো ভোরবেলা ঘুম থেকে উঠে স্বামী বিষু দাসের ‘মা স্টোর’ নামে মুদি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন মঞ্জু রানী দাস । সেই সময় বাইকে চড়ে হেলমেট মাথায় ২ দুষ্কৃতী সেখানে আসে৷ দুষ্কৃতীদের মধ্যে একজন বাইকে বসে থাকে এবং অন্যজন পিস্তল দেখিয়ে মঞ্জু রানীর কানের দুল ছিনিয়ে নিয়ে যায়৷ পুরো ঘটনাটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে।
ফুটেজে দেখা যায়, দোকানের সামনের সড়ক ঝাড়ু দিচ্ছেন মঞ্জুদেবী । এসময় একটি মোটরসাইকেলে আসে ওই দুই দুষ্কৃতী । দুজনেরই মাথায় হেলমেট ছিল । বাইকের পেছনে বসে থাকা দুষ্কৃতী প্রথমে ওই গৃহবধূর কানের দুলে টান দেয় । এসময় সামনে থাকা (চালক) যুবক পিস্তল বের করে তাক করে ভয় দেখায় । প্রাণ বাঁচাতে বধূ নিজে থেকেই অন্য কানের দুলটি খুলে দেন।।