এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২২ অক্টোবর : বাংলাদেশের অনলাইন সংবাদমাধ্যম “ঢাকা স্ট্রিম” -এর গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন ২৬ বছর বয়সী হিন্দু তরুনী স্বর্ণময়ী বিশ্বাস । কর্মস্থলেই সহকর্মী আলতাফ শাহনেওয়াজের শিকার হয়েছিলেন তিনি । ওই গণমাধ্যমটির সম্পাদক ইফতেখার মাহমুদের কাছে লিখিত অভিযোগ জানিয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্বর্ণময়ী । কিন্তু শাস্তি তো দুরের কথা,উলটে ধর্ষক আলতাফ শাহনেওয়াজের পদন্নোতি দেয় “ঢাকা স্ট্রিম” । আর এতে অপমানে দুঃখে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন নির্যাতিতা তরুনী । এর আগে গত শুক্রবারও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন স্বর্ণময়ী বিশ্বাস । তবে তিনি তখন প্রাণে বেঁচে যান । কিন্তু শনিবার সন্ধ্যার দিকে ঢাকায় ভাড়া ঘরে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ।
জানা গেছে,স্বর্ণময়ী বিশ্বাসের বাড়ি ঝিনাইদহে । তিনি ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। আগে একটি জাতীয় দৈনিকের সাহিত্য সম্পাদক পদে দায়িত্বে ছিলেন স্বর্ণময়ী বিশ্বাস । পরে ঢাকার অনলাইন সংবাদমাধ্যম “ঢাকা স্ট্রিম” -এর গ্রাফিক্স ডিজাইনার হিসেবে যোগ দেন । সম্প্রতি কর্মক্ষেত্রে সহকর্মী আলতাফ শাহনেওয়াজের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে গণমাধ্যমটির প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুনী । আলতাফ শাহনেওয়াজ ওই গণমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান। কিন্তু ধর্ষক শাহনেওয়াজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তার পদন্নোতি করেন সম্পাদক ইফতেখার মাহমুদ।
বিষয়টি মেনে নিতে পারেননি স্বর্ণময়ী। প্রথমে ঘুমের ওষুধ খেয়ে এবং পরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। তাকে উদ্ধার করে ধানমন্ডির পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ধর্ষক আলতাফ শাহনেওয়াজকে বিচারের আওতায় আনার দাবি উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এনিয়ে ওই সংবাদমাধ্যম কর্তৃপক্ষের উপর ব্যাপক ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ।।