এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৯ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় হকার সংগঠনের বাধায় প্লাটফর্মের পাশে জায়গা ঘেরার কাজ বন্ধ রাখতে হল রেল দপ্তরকে । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ প্লাটফর্ম সংলগ্ন এলাকায় রেলের তরফ থেকে ঘেরার কাজ শুরু করা হলে স্থানীয় হকাররা সেখানে জড়ো হয়ে কাজ বন্ধ করে দেয় । ঘটনাস্থলে রেলপুলিশ এলে তাদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখান হকাররা । যদিও কাটোয়া আরপিএফ ওসি বিজয় কুমার তিওয়াড়ি বলেন, ‘সকলের নিরাপত্তার জন্যই ঘিরে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে । বিষয়টি নিয়ে আলোচনা করে ফের কাজ শুরু করা হবে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, কাটোয়া রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে যাতায়াতের রাস্তার পাশের একাংশ রেলিং দিয়ে ঘেরা রয়েছে । রেলিংয়ের পাশাপাশি রয়েছে হকারদের বেশ কিছু দোকানপাট । প্রায় চার শতাধিক হকার সেখানে ব্যবসা করেন বলে জানা গেছে । এদিকে রেলিং দিয়ে ঘেরার সময় কিছু অংশ বাদ দিয়ে রেখেছিল রেল । ওই অংশ দিয়ে রেলযাত্রী ও সাধারন মানুষ যাতায়াত করেন । এদিন সকালে রেলিংয়ের মাঝে ফাঁকা রাখা অংশটি রেলের তরফ থেকে ইঁটের গাঁথনি তুলে দেওয়া হচ্ছিল । কিন্তু কিছুটা গাঁথনি উঠতেই বেশ কিছু হকার এসে কাজ বন্ধ করে দেয় । ঘটনা ঘিরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে ।
তৃণমূল কংগ্রেস সমর্থিত কাটোয়া মালগোডাউন হকার্স ইউনিয়নের সম্পাদক নুদাই শেখ বলেন, ‘রেলিংয়ের মাঝে ফাঁকা অংশ দিয়ে এযাবৎ আমরা চলাচল করে আসছি । এখন ওই জায়গা যদি ঘিরে দেওয়া হয় তাহলে সকলেই সমস্যায় পড়বে । তাই আমাদের দাবি রাস্তাটা যেমন আছে তেমনই থাকুক।”