এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,২০ অক্টোবর : বাংলাদেশের সীতাকুণ্ডের একটি পূজামণ্ডপে স্ত্রীর সামনে থেকে হিন্দু সাংবাদিককে টেনে নিয়ে গিয়ে নির্মমভাবে পেটালো জামাত ইসলামির সন্ত্রাসী মহম্মদ আসাদ ও তার বাহিনী । ঘটনাটি ঘটেছে রবিবার (১৯ অক্টোবর) রাত প্রায় ৯টা নাগাদ । গুরুতর আহত অবস্থায় সাংবাদিক লিটন কুমার চৌধুরীকে সীতাকুণ্ড স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয় । কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে ।
জানা গেছে,লিটন কুমার চৌধুরী সীতাকুন্ড প্রেস ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার সীতাকুণ্ডের প্রতিনিধি । অন্যদিকে সন্ত্রাসী মহম্মদ আসাদ চরম হিন্দু ও ভারত বিদ্বেষী বলে পরিচিত । তার ত্রাসে সীতাকুণ্ড এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সর্বদা ভয়ে তটস্থ থাকে । অভিযোগ যে আসাদ ও তার সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে সাম্প্রতিক বিদ্বেষমূলক কর্মকাণ্ড চালালেও তার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়না ।
জানা গেছে,রবিবার রাত ৯টায় সাংবাদিক লিটন তার পরিবার নিয়ে বাড়ির নিকটবর্তী একটি মন্ডপে শ্যামা পূজা দেখতে গিয়েছিলেন । সেই সময় চট্টগ্রামের হিন্দু নির্যাতন নিয়ে খবর করার অপরাধে লিটনকে তার পরিবারের সামনে মণ্ডপ থেকে টেনে নিয়ে যায় সন্ত্রাসী আসাদ ও তার বাহিনী৷ তারপর নির্মমভাবে সাংবাদিককে মারধর করে তারা । এদিকে চোখের সামনে স্বামীর উপর অমানবিক অত্যাচার দেখে অসহায়ভাবে কাঁদা ছাড়া কোনো উপায় ছিল না । স্থানীয় পূজাকমিটির লোকজনও লিটনকে বাঁচানোর সাহস করতে পারেনি । পরে সন্ত্রাসীরা লিটনকে আধমরা অবস্থায় ফেলে পালালে স্থানীয় হিন্দুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । এই ঘটনায় থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হলেও আজ সোমবার রাত্রি পর্যন্ত কোনো গ্রেপ্তারির খবর নেই বলে জানা গেছে ।।

