এইদিন ওয়েবডেস্ক,মালদা,৩০ অক্টোবর : এস আই আর-এর বিরুদ্ধাচারণ করতে গিয়ে নরেন্দ্র মোদীকে ‘অবৈধ প্রধানমন্ত্রী’ ঘোষণা করে দিলেন তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন পুলিশকর্তা প্রসূন ব্যানার্জি । প্রসূন ব্যানার্জি বর্তমানে মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি তথা বিগত লোকসভা নির্বাচনে মালদা উত্তরের তৃণমূল প্রার্থী ছিলেন । রবিবার চাঁচল-১নং ব্লক তৃণমূল আয়োজিত বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তিনি বলেন, যদি আপনি বলেন এসআইআর, তাহলে আমি প্রথমে বলি যে ২০২৪ সালে ভোটে জিতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন । যদি ভোটার তালিকায় ভুল থেকে থাকে তাহলে প্রথম বলুন যে মোদী দেশের অবৈধ প্রধানমন্ত্রী ।’ তিনি আরও বলেছেন,’মোদী ও অমিত শাহের জমিদারি চলবে না ।’
তিনি অনুপ্রবেশকারীদের কার্যত “জেনুইন ভোটার” আখ্যা দিয়ে বলেন,’কত নাম যোগ হয়েছে বিহারে ? দিন তালিকা । প্রত্যেক নির্বাচনের নাম রিভিশন হবে, যোগও হবে । যোগ কত হল আপনার ? যোগ তো হয় না । শুধু বিয়োগ শুধু বিয়োগ । আসল গল্পটা হচ্ছে পশ্চিমবঙ্গের জেনুইন ভোটারদের নাম কেটে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে ।’ তিনি এনআরসির আশ্বস্ত করে বলেন,’আমরা বলছি আইনের মধ্যে থেকে, পার্লামেন্টের ডেমোক্রেসির মধ্যে থেকে, এই লড়াইটা শুরু করেছি । এনআরসির নোটিশ এলে তার বিরুদ্ধে আমরাই কোর্টে যাব৷ কারোর চিন্তা করার দরকার নেই ।’
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসুন বলেন, ‘এবারে প্রত্যেক মানুষকে একটা ফর্ম ফিলাপ করতে হচ্ছে। তার মানে হচ্ছে ওই ডেটাবেস্কে বেস করে, বিজেপির চক্রান্ত হচ্ছে, এনআরসি-টা করতে পারছিল না,ওই ডেটাবেজ টা কাজে লাগাবে ইমপ্লিমেন্ট এনআরসি । আমরা বলছি, এসআইআর হচ্ছে ব্যাকডোর দিয়ে এনআরসি টা করানোর চেষ্টা । কারন এই ইনুমেরাশন ফর্ম(enumeration form) হচ্ছে সেই ইন্সট্রুমেন্টাল ।’
এরপর মালদার বামনগোলা ব্লকে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে আক্রমণ করে প্রসূন ব্যানার্জি বলেন,’অমিত শাহ ঠিক করে দেবেন ধোকলা খাব কিনা । খান না, আমরা তো বারণ করিনি । আমরা একটু মাছ ভাত খাই, একটু পান্তা ভাত খাই, নিজেদের মতো করে চলি । আমাদের এখানে একটু নাম সংকীর্তন হয়, আজান দিই । পূজোআচ্চা, মন্দির মসজিদ আছে, মিলেমিশে বসবাস করি । অসুবিধাটা কোথায় হচ্ছে আপনাদের আমাদের নিয়ে? অসুবিধা একটাই হচ্ছে যে বাংলা বশ্যতা স্বীকার করছে না । মমতা বন্দ্যোপাধ্যায় বশ্যতা স্বীকার করছেন না । অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা কোন রকম ভাবেই হিংসাত্মক কার্যকলাপকে প্রশ্রয় দিই না । আমরা একটা দায়িত্বশীলের রাজনৈতিক দল ।’।

