এইদিন ওয়েবডেস্ক,জোরহাট(আসাম),০৮ সেপ্টেম্বর : আসামের জোরহাট জেলায় ব্রহ্মপুত্র নদীতে দুই যাত্রীবাহী নৌকার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল । বুধবার ঘটনাটি ঘটেছে নিমতিঘাটে । দুটি নৌকা মিলিয়ে ১০০-১২০ জন যাত্রী ছিল বলে খবর । তার মধ্যে প্রচুর মহিলাও ছিলেন । খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা গিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে । জোরহাটের অতিরিক্ত ডিসি দামোদর বর্মণ জানিয়েছেন,৪০ জন যাত্রীকে বাঁচানো সম্ভব হয়েছে । এখনও ৬০ জন যাত্রীর সন্ধান চলছে ।
জানা গেছে,এদিন একটি নৌকা মাজুলি থেকে নিমতিঘাটের দিকে যাচ্ছিল । তখন নিমতিঘাটে একটি বোট দাঁড়িয়েছিল । বোটটি ওই যাত্রীবাহী নৌকাটিকে ঘাটে নোঙর করার জন্য জায়গা করে দিতে যায় । আর তখনই নৌকা ও বোটের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় । নৌকাটি নদীতে উলটে পড়ে । যাত্রীদের একাংশ উলটে যাওয়া নৌকার উপর উঠতে সক্ষম হন । তাঁদের মধ্যে অনেককে প্রাণ বাঁচাতে ভরা নদীর জলে ঝাঁপ দিয়ে সাঁতরে নদীর পাড়ে আসার চেষ্টা করেন বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা ।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন । তিনি মাজুলি ও জোরহাট প্রশাসনকে এনডিআরএফ ও এসডিআরএফকে সঙ্গে নিয়ে উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন । পরিস্থিতি মোকাবেলার জন্য মন্ত্রী বিমল বোরাকে দ্রুত মাজুলিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিমাতিঘাট এলাকা পরিদর্শনে যাবেন । আসামের ভয়াবহ এই নৌকা দূর্ঘটনায় চিন্তা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি ট্যুইটারে লিখেছেন, ‘অসমের নৌকা দূর্ঘটনায় আমি শোকাহত । যাত্রীদের উদ্ধারের জন্য সকলে মিলে যথাসম্ভব প্রয়াস করছেন । প্রার্থনা করি সকলে সুরক্ষিত থাকুন,সকলের মঙ্গল হোক ।’।