এইদিন ওয়েবডেস্ক,মালদা, ০৮ সেপ্টেম্বর : প্রেমের টোপ দিয়ে প্রথমে দুই যুবককে অপহরণ করা হয় । তারপর পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানা এলাকায় । অপহৃত দুই যুবকের পরিবারের তরফ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অপহৃত দুই যুবককে উদ্ধার করল পুলিশ । পাশাপাশি গ্রেফতার করা হয়েছে দুই অপহরণকারীকেও । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সাদ্দাম হোসেন ও আব্দুল আলি । ধৃতদের বাড়ি চাঁচলের মালাহার এলাকায় । চাঁচল থানার মালাহার থেকে তাঁদের গ্রেফতার করে হয়েছে বলে জানিয়েছে পুলিশ । সেখান থেকেই উদ্ধার করা হয়েছে মানিকচক থানার বালুটোলা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম ও মাবুদ মোত্তাকিন নামে অপহৃত দুই যুবককে । বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠানো হয় । এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, চলতি মাসের ৫ তারিখ সকাল থেকে আচমকা নিখোঁজ হয়ে যায় জাহাঙ্গীর আলাম ও মাবুদ মোত্তাকিন । খোঁজাখুজি করেও তাদের খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন । তারপর ওইদিন রাতেই ফোন মারফত মুক্তিপণ চাইতেই পরিবারের লোকজন জানতে পারে তাদের অপহরণ করা হয়েছে । মুক্তিপণ চাওয়া হয় তিন লাখ টাকা । পরের দিনেই মানিকচক থানায় এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করে অপহৃত দুই যুবকের পরিবার ।
অভিযোগ পেয়ে তদন্তে নামে মানিকচক থানার পুলিশ ।আইসি অক্ষয় পালের নির্দেশমতো মানিকচক থানার এএসআই ভঞ্জন ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল শুরু করে জোরালো অভিযান । ফোনের লোকেশন ধরে পুলিশ জানতে পারে চাঁচলের মালাহার এলাকায় অপহরণ করে রাখা হয়েছে দুই যুবককে । এরপর পুলিশকর্মীরা ছদ্মবেশে পরিবারের লোকের সঙ্গে মুক্তিপণ দিতে অপহরণকারীদের কথামত নির্দিষ্ট জায়গায় যায় । তারপরে হাতেনাতে ধরে ফেলে দুইজন অপহরণকারীকে। সুস্থ অবস্থায় উদ্ধার হয় অপহৃত দুই যুবকেও । তৎপরতার সাথে অভিযান চালানোর পুলিশের ভূমিকার প্রশংসা করছে অপহৃত যুবকের পরিবারের লোকজন ।।