এইদিন ওয়েবডেস্ক,আগরতলা,১৭ অক্টোবর : ত্রিপুরায় ভারতের সীমানায় গরু চুরি করতে ঢুকে নিকেশ হল তিন বাংলাদেশি দুষ্কৃতী । ঘটনাটি ঘটেছে ত্রিপুরার খোয়াই জেলার চম্পাহর থানা এলাকায় । খতম তিন বাংলাদেশি গরু চোরের নাম জুয়েল মিয়া, সজল মিয়া এবং পন্ডত মিয়া । তারা বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাসিন্দা । ওই তিন দুষ্কৃতীর ধারাল অস্ত্রের কোপে গুরুতর জখম হয়েছেন ধীরেন্দ্র তেলেঙ্গা ও মিঠুন তেলেঙ্গা নামে স্থানীয় দুই যুবক । তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
জানা গেছে,বুধবার ভোরে ওই তিন বাংলাদেশি দুষ্কৃতী গরু চুরি করতে বুধবার ভোরে বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের ৭০০ মিটার ভিতরে ঢুকে পড়ে । ত্রিপুরার খোয়াই জেলার চম্পাহর থানা এলাকায় বাংলাদেশের সীমান্তবর্তী একটি গ্রামে পশুপালকদের গোয়াল থেকে গরু চুরির মতলব করেছিল তারা । কিন্তু স্থানীয় গ্রামবাসীর নজরে পড়ে গেলে তারা দলবদ্ধভাবে তিন বাংলাদেশি দুষ্কৃতীর পিছু ধাওয়া করে । দুষ্কৃতীরা গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে লুকোনোর চেষ্টা করে । কিন্তু স্থানীয় গ্রামবাসীরা সেখানেও তাদের পিছু নেয় । সেই সময় দুষ্কৃতীদের হাতে থাকা ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন ধীরেন্দ্র তেলেঙ্গা ও মিঠুন তেলেঙ্গা নামে স্থানীয় দুই যুবক । এই দেখে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে তিন বাংলাদেশি দুষ্কৃতীকে পিটিয়ে মেরে দেয় ।
খবর পেয়ে পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন । বৃহস্পতিবার যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিন দুষ্কৃতীর মৃতদেহ বাংলাদেশের সীমান্ত রক্ষীদের হাতে তুলে দেওয়া হয় ।।

