এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৭ অক্টোবর : প্রতিবেশীর বাড়ির ঠিক মুখোমুখি বিশাল আকৃতির জানালা নির্মান করছিল এক ব্যক্তি । পরিবারের গোপনীয়তা ভঙ্গ হবে এই অভিযোগ করে জালানার আকৃতি ছোট করার দাবি জানায় প্রতিবেশী । এনিয়ে সালিশিসভাও বসে । ওই ব্যক্তিকে জানালার আকৃতি ১০ ফুট থেকে কমিয়ে ৬ ফুট করতে বলা হয় । কিন্তু শত বোঝানোর পরেও তাকে রাজি করানো যায়নি । পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আয়মাপাড়া গ্রামের শেখ আসরফ আলি ও শেখ সামসুরের পরিবারের মধ্যে আজ শুক্রবার সকালে এনিয়ে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় । দুপুর নাগাদ ক্রমে তা সংঘর্ষের আকার নেয় । সংঘর্ষে জখম হয়েছেন সেখ আশরফ আলি । কোদালের আঘাতে তার মাথা ফেটে গেলে চিকিৎসা করানো হয় । পরে দু’পক্ষই এনিয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করে ৷
জানা গেছে,আয়মাপাড়া গ্রামের বাসিন্দা শেখ আসরফ আলির বাড়ির একেবারে গায়েই একটি বাড়ি নির্মাণ করছেন শেখ সামসুর । আসরফের বাড়ির দিকেই ১০ ফুট চওড়া একটা জানালা নির্মান করাচ্ছেন সামসুর । আসরফের অভিযোগ,জানালা নির্মান হলে তার পরিবারের কোনো গোপনীয়তা বলে থাকবে না,তার বাড়ির সবকিছু সামসুরদের নজরে পড়ে যাবে৷ যেকারণে তাকে জানালার আকৃতি কমিয়ে ছয় ফুট চওড়া করার আবেদন করেছিলেন তিনি । কিন্তু সামসুর তাদের কোনো কথা শুনছে না বলে অভিযোগ তার ।
জানা গেছে,সামসুরের অনড় মনোভাব দেখে গ্রামের গণ্যমান্য লোকজনের দ্বারস্থ হন আসরফ । বসে সালিসিসভা । সেই সালিসি সভায় জানালাটির একাংশ বন্ধ করে ছয় ফুট চওড়া করার কথা হয়। কিন্তু জানলা আগের মতনই রেখেই আজ সামসুরের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ শুরু হলে ফের প্রতিবাদ করেন আসরফ । প্রথমে দুই পরিবারের মধ্যে এনিয়ে তুমুল বচসা বাধে । আর বচসার সময় শেখ সামসুর ও তাঁর ছেলে শেখ হাসমত মিলে আসরফ আলির উপর চড়াও হয়ে একটা কোদাল দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ । আসরফ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যায়। পরে দু’পক্ষই এনিয়ে থানায় অভিযোগ দায়ের করে । যদিও অভিযুক্ত শেখ হাসমতের দাবি যে তিনি ইচ্ছাকৃত ভাবে আসরফ আলিকে আঘাত করেননি । তার বাবার সঙ্গে আসরফের হাতাহাতি চলের সময় তিনি ছাড়াতে গেলে অসাবধানতাবশত কোদাল লেগে তার কপাল কেটে যায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।

