এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৭ অক্টোবর : কালীপূজোর মুখেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের ২ যুবক৷ মৃতরা হলেন সুদীপ দাস (১৯) ও জিৎ মুহুলি (২০)। তাদের বাড়ি ভাতার থানার খুড়ুল গ্রামে । জানা গিয়েছে দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন সুদীপ। অপরদিকে জিৎ বাবা মায়ের একমাত্র সন্তান । তবে জিতের বাবা অনেক আগেই তাঁদের ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। মা সাবিত্রীদেবী প্রতিবন্ধী । মামাবাড়িতেই বড় হয়েছেন জিৎ । ছেলের উপার্জনেই জীবন চলত তার ৷ এমতবস্থায় একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছেন ওই অসহায় মহিলা ।
ঘটনা প্রসঙ্গে জানা গেছে,সুদীপ পেশায় রাজমিস্ত্রি ছিলেন । বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধু জিৎকে বাইকে চাপিয়ে কামারপাড়া বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন। কেনাকাটা সেরে রাত প্রায় সাড়ে দশটা নাগাদ তাঁরা বাড়ি ফিরে আসছিলেন। বেপরোয়াভাবে বাইক চালিয়ে কামারপাড়া- নর্জা রোড ধরে বাড়ি ফেরার সময় নীলডাঙ্গা ও চাঁদাই গ্রামের মাঝামাঝি এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা দেয় সুদীপ । দুজনেই ছিটকে পড়েন। কিছু পরে তাদের গুরুতর আহত অবস্থা পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন ব্যক্তি ভাতার থানায় খবর দেয় । পুলিশ উদ্ধার করে তরিঘড়ি দুজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন । আজ শুক্রবার মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় । উৎসবের আবহে এভাবে দুই তরতাজা যুবকের প্রাণ চলে যাওয়ায় খুড়ুল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে ।।

