এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,১৭ অক্টোবর : এক গৃহস্থের বাড়িতে ঢুকে পড়েছিল একটি বড়সড় চন্দ্রবোড়া সাপ । মানুষের হইহট্টগোলে সাপটি বাড়ির জল নিকাশি নালায় আশ্রয় নেয় । ছোট্ট একটি গাছের ডাল দিয়ে সাপটি ধরতে যান নদীয়া জেলার নবদ্বীপ থানার অন্তর্গত প্রতাপনগর এলাকার বাসিন্দা বছর ত্রিশের যুবক দিপ বালা । কিন্তু সেই সাপের কামড়েই মর্মান্তিকভাবে মৃত্যু হল তার । মর্মান্তিক এই ঘটনায় শোকে ভেঙে পড়েছে মৃত যুবকের পরিবার ।
জানা গেছে,প্রতাপনগর এলাকার বাসিন্দা দিপ বালা এলাকায় সর্পপ্রেমী বলে পরিচিত ছিলেন । কোনো গৃহস্থের বাড়িতে সাপ বের হলে ডাক পড়ত তার । সোশ্যাল মিডিয়ায় নিজের পেজেও সাপ ধরার ভিডিও পোস্ট করতেন ওই যুবক । তার অন্তিম সাপ ধরার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।
ভিডিওতে দেখা গেছে একটা ছোট্ট গাছের ডাল দিয়ে জনৈক বাসিন্দার নিকাশি নালা থেকে সাপটির লেজ ধরে টেনে বের করে আনছেন দিপ বালা । পাড়ার পাকা রাস্তায় সাপটি নিয়ে এসে তিনি নিজের মোবাইলে রেকর্ডও করেন । কিন্তু সাপটিকে একটি প্লাস্টিকের কৌটোয় ভরার সময় সমস্যা দেখা দেয় । সাপটি বারবার কৌটো থেকে মুখ বের করার জন্য তিনি ঢাকনা লাগাতে পারছিলেন না । সেই কারনে খালি হাত দিয়েই তিনি সাপের মুখ ঢুকিয়ে দিচ্ছিলেন । বার দুয়েক এভাবে সাপের মুখ কৌটোয় ঢোকানোর পর যুবক যখন তৃতীয়বার ঢোকাতে যান তখন সাপটি তার ডান হাতে আচমকা ছোবল বসিয়ে দেয়৷
জানা যায়,সাপের কামড়ের পর দ্রুত প্রতাপনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যান দিপ বালা । কিন্তু সেখানে স্বাস্থ্যের অবনতি হলে কলকাতার এন আর এস হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয় । সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই যুবকের।
স্থানীয় স্বর্প বিশেষজ্ঞ রাজীপ কংশবনিক বলেন, ‘আজকাল অনেকে ইউটিউবে সাপ ধরা দেখে সাপ ধরতে যান । কিন্তু সাপ ধরার প্রশিক্ষণ অভিজ্ঞ প্রশিক্ষক এর কাছ থেকে নেওয়া উচিত । কোন বিষধর সাপ ধরার সময় প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাওয়া উচিত৷ ওই যুবক যদি উপযুক্ত প্রশিক্ষণ ও সামগ্রী নিয়ে সাপ ধরতে যেতেন তাহলে এই মর্মান্তিক ঘটনা ঘটতো না ।’।

