শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৭ অক্টোবর : আজ শুক্রবার ভোরে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা । ভোর প্রায় ৫ টা নাগাদ মন্তেশ্বর থানা গিরিনগর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছে ৷ আহতরা সকলেই বাসযাত্রী এবং বাস চালকও আহতদের তালিকায় রয়েছে। খবর পেয়ে আহতদের উদ্ধার দ্রুত মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে পুলিশ৷ তাদের মধ্যে বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছে৷ তবে বাসে যাত্রীর সংখ্যা কম থাকায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি । দুর্ঘটনার জন্য বেপরোয়া গতিকে দায়ি করেছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা৷
জানা গেছে,মন্তেশ্বর থানার কাইগ্রাম থেকে মেমারির দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি । ওই রুটে এটি সকালের প্রথম বাস৷ তেমন যাত্রীও ছিল না । অন্যদিকে ১৪ চাকার ওই লরিটি কুসুমগ্রাম থেকে পুটসুরির দিকে যাচ্ছিল । ভোর প্রায় ৫ টা নাগাদ বাস ও লরিটি দিঘনগরে এলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,লরিটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গতিতে চালাচ্ছিল চালক । যেকারণে এই দুর্ঘটনা ঘটছে৷
জানা গেছে,সেই অবস্থায় যাত্রীবাহী বাসটিকে মুখোমুখি সজোর ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ এদিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কিছুটা পাশেই অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া কয়েকটি দোকানের ভিতরে ঢুকে যায় । দোকানঘর গুলি ক্ষতিগ্রস্ত হয় । তবে দোকানে লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি । কিন্তু প্রবল ঝাঁকুনিতে বাসের চালক ও খালাসিসহ যাত্রীরা আহত হয় । দুর্ঘটনার জেরে মন্তেশ্বর-মেমারি সড়কপথে বেশ কিছুক্ষণ যানচলাচল ব্যাহত । পরে পুলিশ ক্রেনের সাহায্যে বাসটি উদ্ধার করে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় । পুলিশ লরিটির সন্ধান চালাচ্ছে ।।

