এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৬ অক্টোবর : বিপুল পরিমাণ গাঁজাসহ হরিয়ানার ২ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নওশাদ হোসেন (২৫) ও আনিস খান (২৯)। তাদের কাছ থেকে ৪৩৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই বিপুল পরিমাণ গাঁজা কোচবিহার থেকে এনেছিল ধৃত দুই মাদক পাচারকারী । কলকাতায় সরবরাহ করার পরিকল্পনা ছিল তাদের ।
পুলিশ সূত্রে খবর,বুধবার রাতে জেলা এসওজি থেকে মাদক পাচারের চেষ্টার একটি খবর আসে বহরমপুর থানায় । খবর পেতেই তড়িঘড়ি অভিযানে নামে বহরমপুর থানার পুলিশের একটি দল । দলটি ফতেপুর বাইপাস সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে ওৎ পেতে বসে থাকে । শুরু হয় নাকা চেকিং । তারপর একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ । আজ বৃহস্পতিবার ধৃতদের সিজেএম আদালতে তুলে সাত দিনের জন্য পুলিশি নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । বিচারক ধৃতদের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন ।।

