এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৬ অক্টোবর : আজ বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ডোমকল থানার বাজিতপুর এলাকার এক মুদি ব্যবসায়ীকে সিনেমার কায়দায় অপহরণের ঘটনা ঘটেছে । “পুলিশ” স্টিকার লাগানো একটি স্করপিও গাড়িতে চাঁদ মণ্ডল নামে স্থানীয় এক মুদি ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে অভিযোগ । তবে অভিযোগ পাওয়ার পর অপহরণের ঘটনার মাত্র ৬ ঘন্টার মধ্যে অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও মোট ৮ জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তবে চাঞ্চল্যকর খবর হল যে এই অপহরণের ঘটনায় পুলিশের হাতে ধরা পড়েছে হুমায়ুন কবির নামে ডোমকল থানারই এক সিভিক ভলান্টিয়ার । বাকি ধৃতরা হল : মমিনুল ইসলাম, সুমন মন্ডল, আজমির মন্ডল, ইমান উল কবির ,আনসারুল আনসারী, নয়ন শেখ ও মহম্মদ আলী মুবারক । তাদের মধ্যে মহম্মদ আলী মুবারক হল ডোমকলের প্রয়াত তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের ঘনিষ্ঠ। তবে অপহরণের কারন এখনো স্পষ্ট নয় ।
এই ঘটনায় “পুলিশ” স্টিকার লাগানো স্করপিও গাড়ি সহ মোট ৪ টি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ । আজ বৃহস্পতিবার বেলার দিকে ধৃতদের জেলা আদালতে তুলে পুলিশ ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় ।
জানা গেছে, “পুলিশ” স্টিকার লাগানো একটি স্করপিও গাড়িতে চড়ে লাল চাঁদ মণ্ডল নামে স্থানীয় এক মুদি ব্যবসায়ীর দোকানে হানা দেয় ওই দলটি । তারা নিকেদের পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় । পরিবারের তরফ থেকে খবর দ্রুত তদন্তে নামে ডোমকল থানার পুলিশ । সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ অপহরণকারীদের চিহ্নিত তাদের অবস্থান চিহ্নিত করে ফেলে । প্রথমে মোট সাত জনকে গ্রেফতার করা হয় । পরবর্তীতে তাদের জেরা করে উঠে আসে আরও এক অভিযুক্ত মহম্মদ আলী মুবারকের নাম । পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে । সূত্রের খবর, জমি সংক্রান্ত বিবাদের জেরেই ওই ব্যবসায়ীকে অপহরণের ছক কষেছিল । পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ।।

