এইদিন স্পোর্টস নিউজ,১৬ অক্টোবর : ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।আজ বৃহস্পতিবার ভোরে টুর্নামেন্টের শেষ চারের ম্যাচে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। আলবিসেলেস্তের হয়ে জয়সূচক গোলটি করেছেন মাতেও সিলভেত্তি।
আগামী সোমবার ভোরে শিরোপা নির্ধারণী ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। গতকাল রাতে টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে মরক্কো।
চিলির স্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেস প্রাদানোসে আজ ভোরে আর্জেন্টিনার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করছে কলম্বিয়া। বল দখলে খানিকটা এগিয়ে ছিল কলম্বিয়াই (৫৪%)। আর্জেন্টিনার ১৪ শটের বিপরীতে ১৩টি শট নিয়েছে দলটি। তবে গোলের দেখা পায়নি ।
ম্যাচের নবম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল কলম্বিয়া। এ যাত্রায় আর্জেন্টিনাকে গোলপোস্ট অক্ষত রাখেন সান্তিনো বারবি। বক্সের ভেতরের বাঁপ্রান্ত থেকে অস্কার পেইরার ক্রসে হোয়েল চানচিম্বোর হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলকিপার।।

