এইদিন ওয়েবডেস্ক,পাটনা,১৫ অক্টোবর : বিহারের আলিনগর আসনে লোকশিল্পী মৈথিলী ঠাকুরকে টিকিট দিল বিজেপি৷ মঙ্গলবার তিনি বিজেপিতে যোগদান করেন৷ আজ বুধবার (১৫ অক্টোবর, ২০২৫), বিজেপি বিহার বিধানসভা নির্বাচনের জন্য ১২ জন প্রার্থীর যে দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে তাতে নাম রয়েছে মৈথিলীর৷ প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার আনন্দ মিশ্রকে বক্সার আসন থেকে টিকিট দেওয়া হয়েছে। বিহার নির্বাচন: বিজেপি ১২ জন প্রার্থীর দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে, আলিনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন গায়িকা মৈথিলী ঠাকুর । প্রাক্তন আইপিএস অফিসার আনন্দ মিশ্রকে বক্সার আসন থেকে প্রার্থী করা হয়েছে। মিশ্র আগে প্রশান্ত কিশোরের জন সুরাজের অংশ ছিলেন এবং দলের যুব শাখার সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী, হায়াঘাট থেকে রাম চন্দ্র প্রসাদ, মুজাফফরপুর থেকে রঞ্জন কুমার, গোপালগঞ্জ থেকে সুভাষ সিং, বানিয়াপুর থেকে কেদার নাথ সিং, ছাপরা থেকে ছোট কুমারী, সোনেপুর থেকে বিনয় কুমার সিং, রোসেরা থেকে বীরেন্দ্র কুমার, বারহ থেকে সিয়ারাম সিং, মহেশ পাসওয়ান ওহাজপুর থেকে এবং শাহাকাপুর থেকে প্রার্থী হয়েছেন।
উল্লেখ্য, বিজেপি মঙ্গলবার(১৪ অক্টোবর) ৭১ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এখনও পর্যন্ত, বিজেপি ৮৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং ১০১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

