এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ অক্টোবর : একজন যুবক হাঁটু মুড়ে বসে আছে । তার চারদিকে ঘিরে আছে বেশ কয়েকজন । তাদের মধ্যে একজন যুবকের সামনে একটা বড়সড় হাঁসুয়া নিয়ে বসে । আর একজনের হাতে একটা ছোট ডান্ডা । যুবকের সঙ্গে “টাকা নেওয়া” নিয়ে কিছু কথাবার্তা চলছে । আচকমা হাঁসুয়া হাতে থাকা ব্যক্তি উঠে যুবকের চুলির মুঠি ধরে । তারপর হাঁসুয়ার উলটো পিঠ দিয়ে যুবকের পিঠে মুহুর্মুহু আঘাত করে । লাঠি হাতে ব্যক্তিও ওঠে তাকে পেটাতে থাকে । ইতিমধ্যে ভিড় থেকে একজন এগিয়ে এসে যুবকের জামা তুলে ধরে তার পিঠে পেটানোর সুযোগ করে দেয় । পাশ থেকে কালো পোশাকের একজন প্যান্টের বেল্ট নিয়ে এগিয়ে আসে । তারপর যুবককে মাটিতে ফেলে হাত-পা ধরে চলে নারকীয় অত্যাচার । আক্রান্ত যুবক যন্ত্রনায় আর্ত চিৎকার করে বলে, “বাবারে,আমি মরে যাবো । আমায় ছেড়ে দাও” ।
ভিডিওটি এক্স-এ পোস্ট করে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন “পশ্চিমবঙ্গে ক্যাঙ্গারু কোর্ট” । তিনি আরও জানান যে ঘটনাস্থল বর্ধমান পৌরসভার ২৬ নং ওয়ার্ড এলাকা । যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এইদিন ।
শুভেন্দু অধিকারী লিখেছেন,’আবারও পশ্চিমবঙ্গে “ক্যাঙ্গারু কোর্ট”/ সালিশি সভার নামে চলল তৃণমূল নেতার দাদাগিরি।তৃণমূলের মস্তান নেতার কীর্তি, বর্ধমান পৌরসভার ২৬ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতা শেখ কালো, অমিত রায় নামে একজন ব্যক্তিকে বেধড়ক মারধর করছে। ভিডিওতে দেখা যাচ্ছে মার খাওয়া অমিত রায় প্রাণ বাঁচাতে মরিয়া ভাবে অনুনয় বিনয় করছেন তবু মার থামছে না। বড় তলোয়ার নিয়ে মারা হচ্ছে। আইনের শাসন নেই, শাসক তৃণমূলের শাসন অব্যাহত।
কখনো উত্তর দিনাজপুরের চোপড়ায় ব্যভিচারের অভিযোগ তুলে মহিলাকে প্রকাশ্যে নির্মমভাবে পেটায় তৃণমূল কংগ্রেসের রত্ন তাজিমুল ইসলাম ওরফে জেসিবি। কখনো আবার রাজারহাট বিষ্ণুপুর এক নম্বর গ্রামপঞ্চায়েত এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে বেধড়ক মারধর করে তৃণমূল পঞ্চায়েত সদস্য রক্তিম কর।আবার মালদহের হরিশ্চন্দ্রপুরের রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনের ঘনিষ্ঠ তৃণমূল নেতা জিয়াউল হক সালিশি সভা বসিয়ে খোদ পুলিশ কর্মীদের মার খাওয়ায়!’
তিনি আরও লিখেছেন,’আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং উক্ত ভিডিওতে আইন হাতে তুলে নিতে যাদের দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন করছি। এরকম চলতে থাকলে বর্তমান পশ্চিমবঙ্গ ব্রিটিশ ও মোগল শাসনের বর্বরতাকেও হার মানাবে।’ যদিও বিরোধী দলনেতার এই অভিযোগের ভিত্তিতে পুলিশ বা শাসকদলের তরফে কোনো প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি ।।
https://twitter.com/SuvenduWB/status/1978363688915816957?t=XJCsUs3HGc6iphQSb170tw&s=19

