তুলসী অষ্টোত্তর শতনাম বলতে তুলসী দেবীর ১০৮টি নাম বা স্তোত্রকে বোঝানো হয়, যার মধ্যে রয়েছে ‘ওং তুলস্যৈ নমঃ’, ‘ওং পাবন্যৈ নমঃ’, ‘ওং বৃংদাবননিবাসিন্যৈ নমঃ’, ‘ওং জ্ঞানদাত্র্যৈ নমঃ’ এবং ‘ওং লক্ষ্মীসখ্যৈ নমঃ’-এর মতো নামগুলো। এই স্তোত্রটি তুলসীকে পূজা ও স্তুতি করার একটি বিশেষ পদ্ধতি এবং এতে তার বিভিন্ন গুণের উল্লেখ করা হয়েছে। এই স্তোত্রটি তুলসীর বিভিন্ন রূপ, গুণাবলী এবং ভক্তদের প্রতি তার অনুগ্রহের কথা স্মরণ করে পাঠ করা হয়।
ওং তুলস্যৈ নমঃ ।
ওং পাবন্যৈ নমঃ ।
ওং পূজ্যায়ৈ নমঃ ।
ওং বৃংদাবননিবাসিন্যৈ নমঃ ।
ওং জ্ঞানদাত্র্য়ৈ নমঃ ।
ওং জ্ঞানময়্য়ৈ নমঃ ।
ওং নির্মলায়ৈ নমঃ ।
ওং সর্বপূজিতায়ৈ নমঃ ।
ওং সত্য়ৈ নমঃ ।
ওং পতিব্রতায়ৈ নমঃ । ১০ ।
ওং বৃংদায়ৈ নমঃ ।
ওং ক্ষীরাব্ধিমথনোদ্ভবায়ৈ নমঃ ।
ওং কৃষ্ণবর্ণায়ৈ নমঃ ।
ওং রোগহংত্র্য়ৈ নমঃ ।
ওং ত্রিবর্ণায়ৈ নমঃ ।
ওং সর্বকামদায়ৈ নমঃ ।
ওং লক্ষ্মীসখ্য়ৈ নমঃ ।
ওং নিত্যশুদ্ধায়ৈ নমঃ ।
ওং সুদত্য়ৈ নমঃ ।
ওং ভূমিপাবন্য়ৈ নমঃ । ২০ ।
ওং হরিদ্রান্নৈকনিরতায়ৈ নমঃ ।
ওং হরিপাদকৃতালয়ায়ৈ নমঃ ।
ওং পবিত্ররূপিণ্যৈ নমঃ ।
ওং ধন্যায়ৈ নমঃ ।
ওং সুগংধিন্যৈ নমঃ ।
ওং অমৃতোদ্ভবায়ৈ নমঃ ।
ওং সুরূপারোগ্যদায়ৈ নমঃ ।
ওং তুষ্টায়ৈ নমঃ ।
ওং শক্তিত্রিতযরূপিণ্যৈ নমঃ ।
ওং দেব্য়ৈ নমঃ । ৩০ ।
ওং দেবর্ষিসংস্তুত্য়ায়ৈ নমঃ ।
ওং কান্তায়ৈ নমঃ ।
ওং বিষ্ণুমনঃপ্রিয়ায়ৈ নমঃ ।
ওং ভূতবেতালভীতিঘ্ন্যৈ নমঃ ।
ওং মহাপাতকনাশিন্যৈ নমঃ ।
ওং মনোরথপ্রদায়ৈ নমঃ ।
ওং মেধায়ৈ নমঃ ।
ওং কান্তায়ৈ নমঃ ।
ওং বিজযদায়িন্যৈ নমঃ ।
ওং শংখচক্রগদাপদ্মধারিণ্যৈ নমঃ । ৪০।
ওং কামরূপিণ্যৈ নমঃ ।
ওং অপবর্গপ্রদায়ৈ নমঃ ।
ওং শ্য়ামায়ৈ নমঃ ।
ওং কৃশমধ্যায়ৈ নমঃ ।
ওং সুকেশিন্যৈ নমঃ ।
ওং বৈকুংঠবাসিন্যৈ নমঃ ।
ওং নন্দায়ৈ নমঃ ।
ওং বিংবোষ্ঠ্য়ৈ নমঃ ।
ওং কোকিলস্বরায়ৈ নমঃ ।
ওং কপিলায়ৈ নমঃ । ৫০ ।
ওং নিম্নগাজন্মভূম্যৈ নমঃ ।
ওং আয়ুষ্যদায়িন্যৈ নমঃ ।
ওং বনরূপায়ৈ নমঃ ।
ওং দুঃখনাশিন্যৈ নমঃ ।
ওং অবিকারায়ৈ নমঃ ।
ওং চতুর্ভুজায়ৈ নমঃ ।
ওং গরুত্মদ্বাহনায়ৈ নমঃ ।
ওং শাংতায়ৈ নমঃ ।
ওং দাংতায়ৈ নমঃ ।
ওং বিঘ্ননিবারিণ্যৈ নমঃ । ৬০ ।
ওং শ্রীবিষ্ণুমূলিকায়ৈ নমঃ ।
ওং পুষ্ট্যৈ নমঃ ।
ওং ত্রিবর্গফলদায়িন্যৈ নমঃ ।
ওং মহাশক্ত্য়ৈ নমঃ ।
ওং মহামায়ায়ৈ নমঃ ।
ওং লক্ষ্মীবাণীসুপূজিতায়ৈ নমঃ ।
ওং সুমংগল্যর্চনপ্রীতায়ৈ নমঃ ।
ওং সৌমংগল্যবিবর্ধিন্যৈ নমঃ ।
ওং চাতুর্মাস্যোত্সবারাধ্য়ায়ৈ নমঃ ।
ওং বিষ্ণুসান্নিধ্যদায়িন্যৈ নমঃ । ৭০ ।
ওং উত্থানদ্বাদশীপূজ্য়ায়ৈ নমঃ ।
ওং সর্বদেবপ্রপূজিতায়ৈ নমঃ ।
ওং গোপীরতিপ্রদায়ৈ নমঃ ।
ওং নিত্যায়ৈ নমঃ ।
ওং নির্গুণায়ৈ নমঃ ।
ওং পার্বতীপ্রিয়ায়ৈ নমঃ ।
ওং অপমৃত্য়ুহরায়ৈ নমঃ ।
ওং রাধাপ্রিয়ায়ৈ নমঃ ।
ওং মৃগবিলোচনায়ৈ নমঃ ।
ওং অম্লানায়ৈ নমঃ । ৪০ ।
ওং হংসগমনায়ৈ নমঃ ।
ওং কমলাসনবংদিতায়ৈ নমঃ ।
ওং ভূলোকবাসিন্যৈ নমঃ ।
ওং শুদ্ধায়ৈ নমঃ ।
ওং রামকৃষ্ণাদিপূজিতায়ৈ নমঃ ।
ওং সীতাপূজ্য়ায়ৈ নমঃ ।
ওং রামমনঃপ্রিয়ায়ৈ নমঃ ।
ওং নংদনসংস্থিতায়ৈ নমঃ ।
ওং সর্বতীর্থময়্য়ৈ নমঃ ।
ওং মুক্তায়ৈ নমঃ । ৯০ ।
ওং লোকসৃষ্টিবিধায়িন্যৈ নমঃ ।
ওং প্রাতর্দৃশ্যায়ৈ নমঃ ।
ওং গ্লানিহংত্র্য়ৈ নমঃ ।
ওং বৈষ্ণব্যৈ নমঃ ।
ওং সর্বসিদ্ধিদায়ৈ নমঃ ।
ওং নারাযণ্যৈ নমঃ ।
ওং সংততিদায়ৈ নমঃ ।
ওং মূলমৃদ্ধারিপাবন্যৈ নমঃ ।
ওং অশোকবনিকাসংস্থায়ৈ নমঃ ।
ওং সীতাধ্য়াতায়ৈ নমঃ । ১০০ ।
ওং নিরাশ্রয়ায়ৈ নমঃ ।
ওং গোমতীসরয়ূতীররোপিতায়ৈ নমঃ ।
ওং কুটিলালকায়ৈ নমঃ ।
ওং অপাত্রভক্ষ্যপাপঘ্ন্যৈ নমঃ ।
ওং দানতোযবিশুদ্ধিদায়ৈ নমঃ ।
ওং শ্রুতিধারণসুপ্রীতায়ৈ নমঃ ।
ওং শুভায়ৈ নমঃ ।
ওং সর্বেষ্টদায়িন্যৈ নমঃ । ১০৮ ।
।। ইতি শ্রী তুলসী অষ্টোত্তরশতনামাবলিঃ ।।
শাস্ত্রমতে তুলসীর মাহাত্ম্য
তুলসী কার্ত্তিক মাসের অমাবস্যা তিথিতে ধরাতলে তরুরূপে জন্মগ্রহণ করেন । কার্ত্তিক মাসে তুলসীপাতা দিয়ে যাঁরা নারায়ণ পূজা করেন এবং দর্শন, স্পর্শন, ধ্যান, প্রণাম, অর্চ্চন, রোপন ও সেবন করেন, তাঁরা কোটি সহস্র যুগ হরিগৃহে বাস করেন । যাঁরা তুলসীবৃক্ষ রোপন করেন, এবৃক্ষের মূল যতবিস্তৃত হতে থাকে,তত যুগ সহস্র পরিমাণ তাঁদের পুন্য বির্স্তৃত হতে থাকে । তুলসী পাতা দিয়ে যিনি নারায়ণ পূজা করেন, তাঁর জন্মার্জ্জিত পাতক বিনষ্ট হয় । বায়ু তুলসী গন্ধ নিয়ে যে দিকে প্রবাহিত হয়, সেদিক পবিত্র হয় । তুলসীবনে পিতৃশ্রাদ্ধ অনুষ্ঠিত হলে তা পিতৃপুরুষদের খুব প্রীতিপ্রদ হয় । সে গৃহে তুলসীতলের মৃত্তিকা থাকে, সে গৃহে যম কিস্কর প্রবেশ করতে পারে না । তুলসী মৃত্তিকা লিপ্ত হয়ে যে ব্যক্তির মৃত্যু হয়, সে ব্যক্তি যদি ঘোরতর পাপী হয়, তবে যম কিস্কর তাকে দর্মন করতে পাড়ে না । তুলসী তলে প্রদীপ জ্বালালে বৈষ্ণব পদ লাভ হয় । যার গৃহে তুলসী কানন থাকে, সে গৃহ তীর্থস্বরূপ ।নর্ম্মদা ও গোদাবরী নদীতে স্থানে যে পুন্য হয় তুলসীবন সংসর্গে সে ফল লাভ হয় । যিনি তুলসী মঞ্জুরী দিয়ে বিষ্ণুপূজা করেন, তাঁর আর পুর্ণজন্ম হয় না অর্থাৎ মোক্ষ লাভ হয় ।

