এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৩ অক্টোবর : বাংলাদেশের নোয়াখালীতে প্রকাশ্য দিবালোকে হিন্দু যুবককে জবাই করে খুনের ঘটনা ঘটেছে । আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টা নাহাদ নোয়াখালীর সুবর্ণচরে চর জুবলী গ্রামের পালোয়ান বাড়ির সামনে পরিষ্কার বাজার সড়কে এই খুনের ঘটনা ঘটেছে । মৃতের নাম সুব্রত চন্দ দাস (৪০) । তিনি সুবর্ণচর উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চিরু রঞ্জন দাসের পুত্র এবং দুই সন্তানের জনক।
জানা গেছে,সুব্রত চন্দ দাসের স্ত্রী রানী দাস চর হাসান ভূঞারহাটের স্বাস্থ্যসেবা বিভাগে চাকরি করেন। প্রতিদিন মোটরসাইকেল স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দিতেন এবং নিয়ে আসতেন৷ আজ দুপুর ১:৩০ নাগাদ বাইকে চড়ে স্ত্রীকে আনতে যাচ্ছিলেন । কিন্তু তিনি উপজেলার হারিছ চৌধুরী বাজারের পশ্চিমে পালোয়ান বাড়ির সামনে আসতেই তাকে কয়েকজন ঘিরে ধরে এবং গলার নলি কেটে ও মাথায় কোপ মেরে তাকে নির্মমভাবে হত্যা করে ।
নিহতের কাকা লিটন চন্দ দাস জানান, দুপুরে সুব্রত শুধু স্ত্রীকে আনতে বের হয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই খবর আসে যে, তাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে । তিনি আরও বলেন, হত্যার সময় কেউ ঘটনাটি প্রত্যক্ষ করেনি, তবে স্থানীয়রা রাস্তার পাশে মোটরসাইকেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে চরজব্বর থানার ওসি শাহীন মিয়া পুলিশ বাহিনী সাথে নিয়ে মৃতদেহ উদ্ধার করেন। তিনি বলেন, নিহতের গলা কাটা ও মাথায় ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে সুব্রতকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।।

