এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ অক্টোবর : পুর্ব বর্ধমান জেলার ভাতারে পা পিছলে পুকুরের জলে পড়ে গিয়ে মৃত্যু হল এক বিধবা বৃদ্ধার । ভাতার থানার বামুনাড়া গ্রামের ঘটনা। মৃতার নাম ডোকাই মাঝি (৬২)। বৃদ্ধা পড়ে তলিয়ে যাওয়ার পর দু’হাত জলের উপরে তুলে বাঁচার চেষ্টা করেন । স্থানীয় এক মৎস্যজীবির বিষয়টি নজরে পড়লে তাকে টেনে পাড়ে তোলেন । তড়িঘড়ি বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি।
ঘটনাটি ঘটে রবিবার বিকেলে । জানা গেছে, ডোকাই মাঝি পুকুরের পাড় ধরে এক প্রতিবেশীর বাড়ি যাচ্ছিলেন । সেই সময় তিনি পা পিছলে পুকুরের জলে পড়ে যান । জলে তলিয়ে যাওয়ার পর তিনি দু’হাত উপরে তুলে বাঁচার আপ্রাণ চেষ্টা করেন । সেই সময় গ্রামেরই বাসিন্দা পেশায় মৎস্যজীবি প্রশান্ত মাঝি ওই পুকুরের পাড়ে যাচ্ছিলেন । তিনি ওই পুকুরে মাছ চাষ করেন । প্রশান্তবাবু বৃদ্ধার হাত ধরে টেনে পাড়ে তোলেন । হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ সোমবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ।
জানা গেছে, বৃদ্ধার বাড়িতে রয়েছেন ছেলে ষষ্ঠী মাঝি, পুত্রবধূ ও নাতি। বেশ কয়েক বছর আগে ষষ্ঠী মাঝির বাবা বার্ধক্যজনিত কারনে মারা গেছেন । গতকাল মায়ের মর্মান্তিক মৃত্যুর পর তিনি শোকে ভেঙে পড়েছেন ।।

