এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১২ অক্টোবর : গত সপ্তাহের শনিবার প্রাকৃতিক দুর্যোগের পর উত্তরবঙ্গের জেলাগুলি এখন কার্যত ধ্বংসস্তুপে পরিনত হয়েছে । প্রায় দুই ডজন মানুষের প্রাণ চলে গেছে৷ ঘরবাড়ি ভেঙে খোলা আকাশের নিচে বা আশ্রয় কেন্দ্রে দিন কাটছে কয়েক হাজার পরিবারের । রাজ্য সরকারের তরফে এককালীন ক্ষতিপূরণের ঘোষণা করা হলেও খাদ্য,পানীয় জলের তীব্র সমস্যায় ভুগতে অসংখ্য মানুষকে, এমনই অভিযোগ বিজেপির । তাই উত্তরবঙ্গের দুর্যোগ কবলিতদের সাহায্যার্থে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে ‘দান সংগ্রহ’ করতে রাজ্য জুড়ে পথে নেমেছে বিজেপি । “মুক্তহস্তে দান করুন,প্রাণ বাঁচাতে এগিয়ে আসুন” -এর ডাক দিয়ে আজ রবিবার পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে ‘দান সংগ্রহ’ অভিযানে দেখা গেল একঝাঁক বিজেপি নেতাকর্মীদের । বিজেপি নেতাদের বক্তব্য শুনুন 👇
উপস্থিত ছিলেন,জেলা সহ-সভাপতি সঞ্জীব সেন, রাজ্য কমিটির সদস্য সৌমেন কার্ফা,প্রাক্তন মন্ডল সভাপতি ব্রজগোপাল ঘোষ, মন্ডল সভাপতি অপূর্ব যশ, স্থানীয় মন্ডলের সাধারণ সম্পাদক সভাপতি অপূর্ব হাজরা প্রমুখ । অপূর্ব হাজরার অভিযোগ, ‘উত্তরবঙ্গের মানুষ রাজ্য সরকারের কাছ থেকে পরিমান মত সাহায্য পাচ্ছে না । সেই কারনে আমরা রাজ্য সভাপতির নির্দেশে দান সংগ্রহ করতে রাস্তায় নামতে বাধ্য হয়েছি যাতে উত্তরবঙ্গের মানুষকে এই বিপদ থেকে উদ্ধার করা যায় ।’ সঞ্জীব সেন জানান, তারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দান সংগ্রহ করবেন এবং সেই অর্থ রাজ্য নেতৃত্বের কাছে পাঠাবেন।।

