এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ অক্টোবর : সম্প্রতি উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিরিকে। দুধিয়া থেকে মিরিকে যাওয়ার পথে একটি লোহার সেতু ভেঙে গিয়েছে । মঙ্গলবার একদফা উত্তরবঙ্গে ঘুরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । ফের তিনি মিরিকে যাচ্ছেন বলে খবর । এদিকে তার আগে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ঠিকঠাক লাগানো হয়েছে কিনা তার তদারকি করতে দেখা গেল গেলো পুলিশকে । রাতের দিকে রেকর্ড করা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এইদিন । যদিও মমতার এই সফরকে “পাহাড়ে প্রমোদ ও বিলাসবহুল অবসর যাপন” বলে মন্তব্য করেছেন শুভেন্দু । পাশাপাশি তিনি পুলিশকে নিশানা করে বলেছেন,’দুর্যোগে সব হারানো মানুষের পরিষেবার বেলায় মমতা পুলিশের অবদান লবডঙ্কা। পুলিশ এখন সম্পূর্ণভাবে শাসকের দলদাস ক্যাডারে পরিণত হয়েছে ।’
শুভেন্দু লিখেছেন,”মেঘভাঙ্গা বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষের দুঃসময়ে কার্নিভালের উৎসব উদযাপনে নির্বিকার নৃত্যে মেতে থাকা হীরক রানী এখন পাহাড়ে প্রমোদ ও বিলাসবহুল অবসর যাপনের ঝটিকা সফরে যাবেন।ওনার পুলিশ বাহিনী কে প্রাকৃতিক দুর্যোগের সময়ে অথবা তার পরের দিন মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায় নি, সেই তারাই হীরক রানীর সফরের আগে ওনাকে স্বাগত জানাতে তৃণমূলের ঝাণ্ডা ঠিক ঠাক ভাবে লাগানো হয়েছে কিনা তা তদারকি করতে ব্যস্ত !!! প্রকৃতির রোষে সব হারানো মানুষগুলির প্রতি দায়বদ্ধতা বা পরিষেবার বেলায় মমতা পুলিশের অবদান লবডঙ্কা। পরিত্রাতা হিসেবে পাশে ছিল এনডিআরএফ (NDRF) ও ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা। আসলে এই পুলিশের তৃণমূলীকরণ হয়ে গিয়েছে, পুলিশ এখন সম্পূর্ণভাবে শাসকের দলদাস ক্যাডারে পরিণত হয়েছে।”
প্রসঙ্গত,গত শনিবার রাতভর বৃষ্টিতে দার্জিলিঙের বিভিন্ন এলাকায় ধস নামে। জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলেও। প্লাবিত হয় কোচবিহার,শিলিগুড়িও । পাহাড়ের বহু পরিবার এখন গৃহহীন৷ রয়েছে খাদ্য ও পানীয় জলের সমস্যাও । সোমবার নাগরাকাটায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ । শঙ্কর ঘোষকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও খগেন মুর্মু এখনো চিকিৎসাধীন ।।

