এইদিন ওয়েবডেস্ক,দুর্গাপুর,১১ অক্টোবর : ফের নারী নির্যাতনের ঘটনা ঘটল এরাজ্যে । এবারে এক সহপাঠীর কথায় রাতের খাবার খেতে ক্যাম্পাসের বাইরে গিয়ে গনধর্ষণের শিকার হল ভিন রাজ্যের এক পড়ুয়া ৷ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের ঘটনা ৷ শুক্রবার রাতে মেয়ের সঙ্গে ঘটে যাওয়া এই এই নারকীয় ঘটনার খবর পেয়ে রাতেই উড়িষ্যার জলেশ্বর থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হন নির্যাতিতার বাবা-মা । আজ শনিবার সকাল সাড়ে ৫ টা নাগাদ তারা দুর্গাপুরে এসে পৌঁছে যান ৷ তারা প্রথমে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মেয়েকে দেখতে যান । তখন নির্যাতিতা তাদের সব কথা খুলে বলেন । নির্যাতিতার মায়ের কথায়, ৫ জন মিলে তার মেয়ের উপর পাশবিক অত্যাচার চালিয়েছিল । এমনকি ধর্ষকরা মেয়ের স্মার্টফোন ছিনিয়ে নিয়ে ৩০০০ টাকা দাবিও করে । যে সহপাঠীর সঙ্গে তার মেয়ে খাবার খেতে বের হয়েছিল তার ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি । অন্যদিকে নির্যাতিতার বাবা বলেন, “যা পরিস্থিতি দেখলাম তাতে এরাজ্যে আমার মেয়ে সুরক্ষিত নয়” । এই ঘটনার পর বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের প্রশ্ন, “আর কতবার ? আর কতদিন ?”
জানা গেছে,নির্যাতিতা দুর্গাপুরের ওই বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী । শুক্রবার রাত্রি ৯ নাগাদ এক পুরুষ সহপাঠীর প্রস্তাবে রাতের খাবার খেতে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিল । নির্যাতিতার মায়ের কথায়,খাওয়া দাওয়ার পর মেয়ের সহপাঠী আশপাশে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয় । প্রথমে মেয়ে রাজি হয়নি । কিন্তু তার চাপাচাপিতে মেয়ে ঘুরতে যায়৷ কিছুটা দূরে গেলে ৩ জন তাদের পথ আটকায় । মেয়ের সহপাঠী তখন ছুটে পালায় । এরপর ওই তিনজন মিলে মেয়েকে একটা ঝোপের কাছে টেনে নিয়ে যায়৷ সেখানে পাঁচজন মিলে মেয়ের সম্ভ্রম লুন্ঠন করে ।’ তিনি আরও জানান,একজন তার মেয়ের স্মার্টফোন ছিনিয়ে নেয় এবং পরের দিন ৩০০০ টাকা দিলে ফোন ফেরত দেওয়ার শর্ত দেয় । পাশাপাশি চিৎকার করলে মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তার ।
জানা গেছে,আজ সকালে দুর্গাপুরে এসে দুর্গাপুর নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার বাবা-মা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দুর্গাপুর নিউটাউন থানার পুলিশ। কলেজের তরফ থেকেও জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে বলে খবর ।।
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,”আর কতবার? আর কতদিন? একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে আজ মহিলারাই সবচেয়ে অসুরক্ষিত! দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণ এটা শুধু এক মেয়ের উপর অত্যাচার নয়,এটা পুরো সমাজের বিবেকের উপর আঘাত!মেয়েদের নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ, প্রশাসন নীরব, সরকার উদাসীন।এই নীরবতা আর চলবে না বাংলার মানুষ আজ জবাব চাইছে!” এদিকে ঘটনার প্রতিবাদে ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে কলেজের পড়ুয়ারা বিক্ষোভ দেখায় । নির্যাততার বাবা ও বিক্ষোভকারীরা কলেজের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন ।।

