এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ অক্টোবর : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বৃহস্পতিবারও দাবি করেন যে নির্বাচন কমিশন যদি ভোটার তালিকার ঠিকঠাক বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করতে পারে তাহলে এক কোটির অধিক ভূয়ো ভোটারের নাম বাদ যাবে । এদিকে খবর যে চলতি মাস থেকে এরাজ্যে আনুষ্ঠানিকভাবে এসআইআর শুরু করতে চলেছে । কিন্তু এসআইআর-এর প্রবল বিরোধী এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন ও বিজেপিকে হুমকি দিয়ে বলেছেন, ‘বিজেপির মন্ত্রী বলছে এক কোটি নাম বাদ যাবে, আগুন নিয়ে খেলবেন না৷ এসআই আর-এর নাম করে যদি এনআরসি করতে যান তাহলে অন্য রাজ্য যা করতে পারেনি বাংলার মানুষ তাই করবে । বাংলার মানুষ কিন্তু অনেক স্ট্রং । তারা ব্রেভ । বাংলার মা বোনেদের,ভাইবোন, ছাত্র,শ্রমিকদের অনেক শক্তি ।’
তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’কে ‘মীরজাফর’ বলে কটাক্ষ করেছেন মমতা বলেছেন,’একটা মির্জাফর আছে । এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না । তারা চিরকালই বেঁচে থাকে নানা নামের মধ্য দিয়ে । এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে৷ কিন্তু তারা যদি এসব করতে যান তাহলে কিন্তু দাঙ্গা থেকে শুরু করে, আরও অনেক কেস আছে,সব কিছু কিন্তু বেরিয়ে পরবে ।’
এদিকে জানা যাচ্ছে যে আজ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার বিএলও ও ইআরও-এইআরও’দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করে নির্বাচন কমিশন । এই গুরুত্বপূর্ণ বৈঠকে কমিশন ইঙ্গিত দিয়েছে আগামী ২ নভেম্বর থেকে রাজ্যে শুরু হতে পারে এসআইআর। কিন্তু মমতা ব্যানার্জি পূজোর মরশুম ও উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতিকে ইস্যু করে এই সময়ে এসআইআর করার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলেন । তিনি এও দাবি করেন যে বন্যায় বহু মানুষের নথিপত্র নাকি জলে ভেসে গেছে ।
কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে শিক্ষা থেকে শুরু করে ভোটার লিস্টে “গৈরিকীকরণ” করার অভিযোগ তোলেন । পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনকে তিনি নজিরবিহীন ভাষায় আক্রমণ করেছেন । তার অভিযোগ,’আজ বৈঠকের নামে বিএলওদের ডেকে হুমকি দিচ্ছে কমিশন। তাই রাজ্যকে বাদ দিয়ে কয়েকজন অফিসারকে নিয়ে বৈঠক করা হচ্ছে।’ এরপরই রাজ্যের নির্বাচনি আধিকারিক (সিইও)কে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাঁশের চেয়ে কঞ্চি দড়! রাজ্যের সিইওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সময় হলে বলব, তিনি নিজে নানা দুর্নীতিতে অভিযুক্ত।’ অসম সরকার কীভাবে বাংলার নাগরিকদের নোটিশ পাঠাচ্ছে, সেই প্রশ্নও তোলেন মমতা। গোটা ঘটনায় সামগ্রিকভাবে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ।
কিন্তু এসআইআর নিয়ে মমতার কেন এত ব্যাকুলতা ? শুভেন্দুর দাবি যে সঠিকভাবে এসআইআর হলে এক কোটির অধিক নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে । বিগত লোকসভা নির্বাচনের নিরিখে তার সমীকরণ হল, তৃণমূল মোট ভোট পেয়েছে ২,৭৫ কোটি । যেখানে বিজেপি পেয়েছে ভোট ২.৩৩ কোটি ভোট । তৃণমূলের সঙ্গে বিজেপির প্রাপ্য ভোটের পার্থক্য মাত্র ৪২ লক্ষ । এই পরিস্থিতিতে এসআইআর-এ এক কোটির অধিক ভুয়ো ভোটারের নাম বাদ গেলে তৃণমূলের পরাজয় নিশ্চিত বলে মনে করছেন তিনি । তবে তিনি আজ এটাই আশ্বস্ত করেছেন,এদেশী হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ও মুসলিমদের আতঙ্কিত হওয়ার কারন নেই । নাম বাদ যাবে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের ।।

