শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৭ সেপ্টেম্বর : নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি মনসা মন্দির ও দুটি বাড়িতে পরপর ধাক্কা দিল একটি লরি ৷ লরির ধাক্কায় মন্দিরটি ভেঙে গুঁড়িয়ে যায় । ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দুটি বাড়িতেও । মঙ্গলবার ভোর ২ টো নাগাদ দূর্ঘটনাটি ঘটে মেমারি-মালডাঙ্গা সড়ক পথে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বাজারে ।দূর্ঘটনায় লরির চালক,খালাসিসহ ৩ কর্মী গুরুতর আহত হয়েছে । পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় । কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় আহত ৩ জনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন একটি ফাঁকা লরি মেমারি-মালডাঙ্গা সড়ক পথ ধরে মন্তেশ্বর থেকে মালডাঙ্গার দিকে যাচ্ছিল । লরিটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল বলে অভিযোগ । লরিটি মন্তেশ্বর বাজারে আসতেই রাস্তার বাম দিকে রাস্তার পাশের দুটি বাড়িতে গিয়ে প্রথমে ধাক্কা দেয় । বরাত জোরে বাড়ির বাসিন্দাদের প্রাণ বাঁচে । এরপর ইঁটের গাঁথনি দেওয়া মনসা মন্দিরে গিয়ে সজোরে ধাক্কা দেয় লরিটি ৷ আগুনপুকুর তলার ওই মনসা মন্দিরটি ছিল ইঁটের দেওয়াল কংক্রিটের ছাদ । লরির ধাক্কায় সম্পূর্ণ ধূলিস্যাৎ হয়ে যায় মন্দিরটি ৷ দূর্ঘটনায় লরির সামনের অংশ কার্যত দুমরে মুচড়ে যায় । লরির কেবনের ভিতরে গুরুতর জখম অবস্থায় আটকে পড়ে লরির চালক, খালাসিসহ ৩ জন ।
স্থানীয় বাসিন্দারা জানান,দূর্ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা তখন ঘুমে আচ্ছন্ন । দূর্ঘটনার জেরে বিস্ফোরণের মত একটা শব্দ হয় । তার ফলে সকলের ঘুম ভেঙে যায় । এরপর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে প্রথমে উদ্ধার কাজে হাত লাগান । ঘটনাস্থলের অনতিদূরেই মন্তেশ্বর থানা । খবর পেয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । চালক ঘুমিয়ে পড়ার কারনেই এই দূর্ঘটনাটি ঘটে বলে অনুমান স্থানীয়দের । পুলিশ আহতদের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে ।।