এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৭ অক্টোবর : পাকিস্তানের জাফর এক্সপ্রেসে ফের হামলার ঘটনা ঘটেছে । পাকিস্তানি পুলিশ জানিয়েছে, শিকারপুরের উপকণ্ঠে সুলতান কোট গ্রামের কাছে রেললাইনে বিস্ফোরণটি ঘটে, যার ফলে রাওয়ালপিন্ডি থেকে কোয়েটাগামী জাফর এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়। তারা আরও জানিয়েছে যে জাফর এক্সপ্রেস যখন সুলতান কোট স্টেশনের মধ্য দিয়ে যাচ্ছিল তখন এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বেলুচ সশস্ত্র স্বাধীনতা সংগঠন বেলুচ রিপাবলিকান গার্ডস (বিআরজি) বিস্ফোরণের দায় স্বীকার করেছে। বিআরজি মুখপাত্র দোস্তীন বালুচ একটি বিবৃতি জারি করে বলেছেন যে দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা যখন ট্রেনে ভ্রমণ করছিলেন তখন যোদ্ধারা ট্রেনটিকে লক্ষ্য করে হামলা চালায়। বিস্ফোরণে বেশ কয়েকজন কর্মী নিহত ও আহত হয়েছে । মুখপাত্র বলেছেন যে বিআরজি এই হামলার দায় স্বীকার করে এবং বেলুচিস্তানের স্বাধীনতা না হওয়া পর্যন্ত এই ধরনের হামলা অব্যাহত থাকবে।।