এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৭ অক্টোবর : লক্ষ্মীপুজোর রাতে বয়ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে খাবার খেয়ে বাড়ি ফেরার পথে গনধর্ষণের শিকার ১৪ বছরের এক কিশোরী । সোমবার রাত প্রায় ৮ টা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানা এলাকায় । রেস্টুরেন্টের অদূরে সালার-কাটোয়া রাজ্য সড়কে ৫ নরপশু কিশোরীদের পথ আটকায় । তারপর তার বন্ধুকে মারধর করে তাড়িয়ে দিয়ে কিশোরীকে একটা ঝোপে নিয়ে গিয়ে উপর্যুপরি পাশবিক অত্যাচার চালায়৷ এই ঘটনায় ২ নরপশুকে গ্রেপ্তার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম হুমায়ুন শেখ ও আসলাম শেখ । তাদের বাড়ি সালার থানা এলাকার কুলদি গ্রামে । একই গ্রামের বাসিন্দা বাকি ৩ অভিযুক্ত রাজকুমার,বুলেট ও রাজু শেখ পলাতক । তাদের সন্ধান চালাচ্ছে পুলিশ । আজ মঙ্গলবার সকালে মেডিক্যাল পরীক্ষার জন্য কিশোরীকে নিয়ে যাওয়া হয়েছে শিশু সুরক্ষা কমিশনের কার্যালয়ে। তার নিরাপত্তা নিয়ে আশ্বাস দিয়েছে পুলিশ। অন্যদিকে ধৃতদের আদালতে পাঠানো হয়েছে ।
জানা গেছে,নির্যাতিতা কিশোরী সালারের অষ্টম শ্রেণির ছাত্রী । সোমবার ছিল লক্ষ্মীপূজা । সাড়ে ১৭ বছরের প্রেমিকের সঙ্গে স্কুটিতে চড়ে লক্ষ্মীপুজোয় ঠাকুর দেখতে বের হয়েছিল । দু’জনে ঠাকুর দেখার পর একটি রেস্তরাঁয় খেতে যায়। সেখান থেকে বেরিয়ে স্কুটিতে সালার-কাটোয়া রাজ্য সড়ক দিয়ে বাড়ি ফেরার সময়ে কুলুরি কালভার্ট এলাকায় ৫ যুবক তাদের পথ আটকায় । জেলা পুলিশ সুপার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, অভিযুক্ত ৫ জন কিশোরীর বন্ধুকে মারধর করে । সে কোন রকমে তাদের হাত ফসকে পালিয়ে আসে ৷ তারপর ৫ যুবক মিলে মেয়েটিকে টেনে ঝোপের ভিতরে নিয়ে গিয়ে গনধর্ষণ করে৷ এদিকে মেয়েটির বন্ধু নিরাপদ জায়গায় গিয়ে কিশোরীর মাকে ফোন করে ঘটনার কথা জানায় । খবর পেয়ে মেয়েটির পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়৷ তখন তারা মেয়েটিকে অপ্রকৃতস্থ অবস্থায় দেখতে পান । এরপর পরিবারের লোকজন গিয়ে মেয়েটিকে উদ্ধার করে আনে । তিনি জানান, অভিযোগের ভিত্তিতে হুমায়ুন শেখ ও আসলাম শেখ নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । বাকি ৩ জন অভিযুক্ত রাজকুমার, বুলেট ও রাজু শেখের সন্ধান চলছে৷ তাদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে এবং নির্যাতিতাকে ন্যায়বিচার দেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন৷
এদিকে এই ঘটনা রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল । তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,’পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী ? সালারের তালিবপুরে আবারও কেঁপে উঠল মানবতা!রেস্তোরাঁ থেকে বাড়ি ফেরা এক স্কুলছাত্রী ক্লাস এইটের মেয়ে, গণধর্ষণের শিকার!এই রাজ্যে এখন মেয়েদের নিরাপত্তা যেন এক পরিহাসে পরিণত হয়েছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি জানেন আপনার রাজ্যে নারীরা এখন ঘর থেকে বেরোতেও ভয় পায়? আপনার সরকার কেবল উৎসব, গান, নাচ আর কার্নিভালেই ব্যস্ত অথচ মেয়েরা প্রতিদিন ধর্ষিত হচ্ছে, শিশুরা নিরাপত্তাহীন! এটা শুধু একটি অপরাধ নয়, এটা আপনার প্রশাসনিক গাফিলতির নির্মম প্রমাণ। তৃণমূল সরকারের এই নীরবতা, এই ব্যর্থতা প্রতিটি নারীর প্রতি অপমান!’