এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ অক্টোবর : আজ সোমবার জলপাইগুড়ি জেলার নাগরাকাটার বন্যা কবলিত এলাকায় ত্রাণ দিতে যাওয়া মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক আহত শঙ্কর ঘোষের উপর প্রাণঘাতী হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদল । গুরুতর আহত হয়েছেন খগেন মুর্মু । তাকে রক্তাক্ত অবস্থায় গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান শঙ্কর ঘোষ । এই হামলার তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তিনি মন্তব্য করেছেন,’মমতা ব্যানার্জিকে এখন আতঙ্ক গ্রাস করেছে ৷’
নিজের এক্স হ্যান্ডেলে হামলার মুহুর্তের একটা ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন,’মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন আতঙ্ক গ্রাস করেছে।উত্তরবঙ্গ যখন ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসের কবলে, যখন বহু মানুষ প্রাণ হারিয়েছেন ও হাজার হাজার মানুষ আশ্রয়হীন, সহায় সম্বলহীন হয়ে পড়েছেন, তখন সেই সময়ে তিনি সেলিব্রিটিদের সঙ্গে কার্নিভালে নাচানাচি করছিলেন। তাঁর এই অমানবিক আচরণে পশ্চিমবঙ্গের মানুষ যে ক্ষুব্ধ ও বীতশ্রদ্ধ এই বাস্তবটা দেরীতে হলেও মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে উপলব্ধি করেছেন।
অন্যদিকে, বিজেপি’র সাংসদ ও বিধায়করা দুর্যোগপূর্ণ এলাকায় গতকাল থেকেই সাধারণ মানুষের পাশে থেকে সাধ্যমত ত্রাণ, খাবার ও সহায়তা ক্ষতিগ্রস্থ মানুষ গুলির কছে পৌঁছে দিচ্ছেন।
এখন নিজের ব্যর্থতা ঢাকতে ও ক্রমবর্ধমান জনরোষে হতচকিত মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কের পরিবেশ তৈরী করার অস্ত্রটিকে বেছে নিয়েছেন— তাঁর তথাকথিত “বিশেষ সম্প্রদায়”-এর গুন্ডাদের বিজেপি নেতাদের ওপর হামলা করতে উস্কানি দিয়েছেন, যাতে তাঁরা ত্রাণ কাজে বা অন্যান্য সাহায্য মানুষের কাছে পৌঁছে দিতে না পারেন।’
তিনি লিখেছেন,’আজ মালদহ উত্তরের সাংসদ শ্রী খগেন মুর্মু নাগরাকাটায় যখন রাজ্য বিজেপির সভাপতি শ্রী শমীক ভট্টাচার্যের সঙ্গে বন্যা-দুর্গত এলাকায় যাচ্ছিলেন তখন তৃণমূলের দুষ্কৃতীদের হাতে ভয়াবহ আক্রমণের শিকার হয়েছেন। ওনাকে পাথর দিয়ে মারা হয়েছে এবং ওনার মুখ ভয়ানকভাবে ক্ষতবিক্ষত হয়েছে। অপর দিকে বিধায়ক ডঃ শঙ্কর ঘোষের গাড়িতেও হামলা চালানো হয়েছে, ওনার গোটা শরীরে কাঁচের ছোটো ছোটো টুকরো ঢুকে গিয়েছে। দুর্ভাগ্যের বিষয় এই হামলা পুলিশের উপস্থিতিতেই হল, অথচ পুলিশ নির্বিকারভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল।’
https://twitter.com/SuvenduWB/status/1975133061349060723?t=kHPCuL9t09gtDSbtVoDpmw&s=19
সব শেষে বিরোধী দলনেতা লিখেছেন,’মমতা বন্দ্যোপাধ্যায় — বিজেপিকে এই ভাবে ভয় দেখিয়ে থামানো যাবে না।আপনার ভয় ও তোষণের রাজনীতি বাংলার জনগণের ঐক্য ও সাহসের কাছে পরাস্ত হবে।’ বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি জানান, মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর মাথা ফাটিয়ে দিয়েছে তৃনমূলের দুষ্কৃতীরা। তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷’ তিনি দলীয় সাংসদের দ্রুত সুস্থতা কামনা করেছেন ।।