এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,০৬ অক্টোবর : জলপাইগুড়ি জেলার নাগরাকাটার বন্যা কবলিত এলাকায় ত্রাণ দিতে যাওয়া বিজেপি সাংসদ ও বিধায়কের উপর প্রাণঘাতী হামলা চালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদল । গুরুতর আহত হয়েছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু । তাকে রক্তাক্ত অবস্থায় গাড়িতে করে নিয়ে যান শিলিগুড়ির বিজেপি বিধায়ক আহত শঙ্কর ঘোষ । একটা ভিডিও বার্তায় হামলার ঘটনার বিস্তারিত বর্ণনা দেন শঙ্করবাবু । ভিডিওতে রক্তাক্ত সাংসদ খগেন মুর্মুকে নিস্তেজ অবস্থায় শুয়ে থাকতে দেখা যায় । তার পোশাকের বিভিন্ন জায়গায় রক্তের ছাপ লক্ষ্য করা গেছে ।
শঙ্কর ঘোষ বলেন,’শিলিগুড়ির দিকে রওনা দিয়েছি । খগেন্দ্রা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমাদের একটা গাড়ি লোক কাচ নাই৷ আমার সারা শরীর কাচে ভর্তি । বন্যা দুর্গতদের ত্রাণ দিতে ও খোঁজখবর নিতে আমরা গিয়েছিলাম। শমীক ভভট্টাচার্য, মনোজ টিজ্ঞা, জয়ন্ত দা, দীপকদা,বাপীদা, এরকম আমরা অনেকে ছিলাম । সেই সময় একটা বোটে করে শমিকদারা নদীর অপরপ্রান্তে দেখা করতে যান । আর আমি, খগেনদা এই প্রান্তের মানুষের সাথে কথা বলছিলাম । সে তোমায় কিছু লোক দিদি দিদি করতে করতে আমাদের কাছে আসে । আমরা কি করতে এসেছি জানতে চায় । কি কাজ, কি হবে বলে প্রথমে গালিগালাজ শুরু করে । পরবর্তীকালে তারা পেছন থেকে মারতে শুরু করে । এই অবস্থায় আমরা আজকে শিলিগুড়ির দিকে রওনা দিয়েছি৷ নেউটিয়াতে এই হামলা হয় । রিলিফ দিতে এসে আমাদের সংসদে কি অবস্থা করেছে দেখুন । আমরা জানি না শমিকদারা কোথায় । আমার পক্ষে আর কিছু বলা সম্ভব নয় । আমার মাথার উপরে বাটাম চালানো হয়েছিল । সেই সময় আমি আমার মাথা সিটের নিচে ঢুকিয়ে দিই । লাঠি, পাথর দিয়ে আমাদের উপর হামলা হয় । এই অবস্থায় আমরা রয়েছি । পরে বিস্তারিত জানাবো ।’
আজ সোমবার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিজেপির বিধায়ক সাংসদ গাড়িতে যাচ্ছিলেন বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে। আচকাই দুষ্কৃতী দল তাদের উপর হামলা চালায় । বিজেপি বিধায়ক ও সাংসদদের উপর হামলার মুহুর্তের কিছু ভিডিও সামনে এসেছে । সেখানে ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সামনেই তৃণমূলের দুষ্কৃতী দলকে হামলা চালাতে দেখা যায়৷ কেন্দ্রীয় বাহিনীর পক্ষেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। গাড়ির কাচ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে । এই ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব। তাদের প্রশ্ন, যদি সাংসদ বিধায়কের নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের কি হবে ?