এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ অক্টোবর : সাম্প্রতিক সময়ে প্রকাশ্য জনসভায় বা সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরবর্তী বিধানসভা ভোটে এরাজ্যে বিজেপির ক্ষমতায় আসার বিষয়ে আত্মবিশ্বাসের সুর শোনা যায় জননেতা শুভেন্দু অধিকারীর গলায় । আজ রবিবারেও কলকাতার ডোরিনা ক্রসিংয়ে আয়োজিত জনসভাতেও শুভেন্দুর গলায় শোনা গেল একই আত্মবিশ্বাসের সুর । তিনি বললেন,’চলতি অক্টোবর মাসে এসআইআর সেমিফাইনালে এক কোটি বাংলাদেশী আর রোহিঙ্গা মুসলমানদের ভুয়া ভোট বাদ যাবে ৷ আর তারপর ফাইনালে কুপোকাত হবে মমতা ।’
দুর্গোৎসবের আগে বানভাসি কলকাতায় ১২ জন নাগরিকের মৃত্যুর ঘটনায় কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের গ্রেপ্তারির দাবিতে আজ বিকেলে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে বিজেপি ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে বিকেল ২টে থেকে ৪টে পর্যন্ত এই কর্মসূচি চলে । শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিলে উপস্থিত ছিলেন বর্ষীয়ান নেতা তাপস রায়,প্রাক্তন সাংসদ অর্জুন সিং, কৌস্তুভ বাগচি, শঙ্কুদেব পন্ডা,কেয়া ঘোষ প্রমুখ ।
পরে ডোরিনা ক্রসিংয়ে আয়োজিত সভায় শুভেন্দু তার ভাষণে বলেন,’এই অক্টোবর মাসে এসআইআর, সব বাংলাদেশী আর রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ দিতে হবে । সবাই নিজের নিজের বুঝে অতন্দ্র প্রহরীর মত থাকবেন৷ এসআইআর সেমিফাইনালে ১ কোটি ভুয়া ভোটারের নাম দিতে হবে। তারপরে ফাইনাল, মমতা কুপোকাত । দড়ি ধরে মারো টান হীরক রানী হবে খান খান ।’
তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন,’লজ্জা লাগে না একদিকে মনোজ পন্থ অন্যদিকে রাজীব কুমারকে নিয়ে বসে আছেন ? কালিম্পং কার্শিয়াং বিচ্ছিন্ন । মিরিকে মৃত্যুর মিছিল । ক্রান্তি ও নাগরাকাটার চা বাগান, গ্রামের পর গ্রাম ভেসে গেছে । কি করতে যাবেন আপনি কালকে ? এখন কাজ এনডিআরএফ -এর, আইটিবিপি জওয়ান দের, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের । প্রধানমন্ত্রী ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে । আর ইনি কি বলছেন শুনুন৷’ এরপর টিভি চ্যানেলের সাংবাদিকের সঙ্গে মমতা ব্যানার্জির ফোনে কথোপকথনের রেকর্ডিং চালান শুভেন্দু অধিকারী । শুভেন্দু বলেন,’এ বলছে, আগে “কার্নিভাল পরে উত্তরবঙ্গ”৷ এই হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ।’ এরপর “ছিঃ মমতা” এবং “জনতার গর্জন মমতার বিসর্জন” প্রভৃতি স্লোগান তোলেন শুভেন্দু অধিকারী ।
এরপর তিনি বলেন,’ওকে ছাড়বো না । ওকে ছাড়ার কোন সিন নাই । গণতন্ত্রের ডু অর ডাই লড়াই । আর যেদিন হারবে সেদিন ওর ভাইপোর বাড়ির একটা একটা করে ইট খুলে নিয়ে আসব । কট্টর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন । হারাতেই হবে ।’ পাশাপাশি পুলিশ কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন,’মনোজ ভার্মার কাছে চলে যান । অর্ধেক বেতন পান, লজ্জা লাগেনা পুলিশের৷ সব রাজ্যের সপ্তম পে কমিশন হয়ে গেছে । আপনাদের পঞ্চম পে কমিশনের ডিএ, এরিয়াল দেয়নি । সপ্তম পে কমিশনের কমিটি করেনি । তারপরেও অবলা মায়ের মাথায় লাথি মারেন সেই মনোজ ভার্মার পুলিশ । সব গুছিয়ে রাখবো৷ আগামী বছর বদলও হবে বদলাও হবে ।’।