এইদিন স্পোর্টস নিউজ,০৫ অক্টোবর : পুরুষদের টি-২০ বিশ্বকাপের পর উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের ম্যাচেও পাকিস্তানের সঙ্গে হাত মেলালো না ভারত । টসের পর পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌর । জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগেই হরমনপ্রীতদের পরামর্শ দিয়েছিল পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর। সেই নির্দেশকেই মান্যতা দিয়েছেন হরমনপ্রীত।
কলম্বোয় আজ রবিবার প্রাথমিক পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল । মাঠের লড়াই শুরুর আগে ম্যাচটি ঘিরে ক্রিকেটীয় রোমাঞ্চের চেয়ে বেশি আগ্রহ ছিল দুই দলের ক্রিকেটাররা হাত মেলান কিনা তা নিয়ে । শেষ পর্যন্ত সুর্যকুমার যাদবের পদাঙ্ক অনুসরণ করেন হারমানপ্রিত কৌর ।
পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিক্রিয়া পুরুষদের এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি ভারত । এশিয়া কাপে তিনবার মুখোমুখি হলেও কোনো বারই সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি । এমনকি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভির হাত থেকে বিজয়ীর ট্রফি পর্যন্ত নিতে অস্বীকার করেন তিনি । যেকারণে রাগে ট্রফিটি “চুরি” করে হোটেলে নিজের ঘরে লুকিয়ে রাখার অভিযোগ ওঠে নকভির বিরুদ্ধে । শেষ পর্যন্ত দীর্ঘ টালবাহানার পর তিনি আইসিসিকে ট্রফি হস্তান্তর করেন ।
ভারত-পাকিস্তানের লড়াইয়ে আবার দেখা গেল করমর্দন না করার দৃশ্য। এমন কিছুর ইঙ্গিত অবশ্য কয়েকদিন আগেই বিবিসির ‘স্টাম্পড’ পডকাস্ট-এ দিয়েছিলেন ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের সচিব দেভাজিৎ সাইকিয়া । এদিকে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে হেরে আসর শুরু করেছে তারা। আর শ্রীলঙ্কার বিপক্ষে জিতে বিশ্বকাপ শুরু করেছে আসরের ফেভারিট ভারত । শেষ খবর অনুযায়ী ভারত ৩৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে৷ বর্তমানে ক্রিজে রয়েছেন জেমিমা রদ্রিগেজ (৩৩) এবং দীপ্তি শর্মা(২) ।।