এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৬ সেপ্টেম্বর : বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা চলছিল । মিমাংসা করতে গিয়ে এক পক্ষের ছোড়া ফুটন্ত জলে গুরুতর দগ্ধ হলেন দুই তৃণমূল কর্মী । সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কাটোয়া কাটোয়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়া এলাকায় । চন্দন মাঝি ও প্রলয় কুমার ঘোষ নামে ওই দুই তৃণমূল কর্মীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন । এই ঘটনায় কলেজ পাড়ার বাসিন্দা জনৈক শিবেশ ব্রহ্মচারী এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগের ভিত্তিতে বেদদ্যুতি পাল(৪৬) নামে এক ব্যক্তি ও তাঁর বাবা-মা বিনয় কুমার পাল(৮২) ও সাধনা পাল (৭৭)কে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ ।
জানা গেছে, শিবেশ ব্রহ্মচারী কাটোয়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রাক্তন কাউন্সিলার ছিলেন । তাঁর প্রতিবেশী বেদদ্যুতি পাল । এদিন সকালে শিবেশবাবু প্রতিবেশী বেদদ্যুতি পাল ও তাঁর বাবা-মার বিরুদ্ধে কাটোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ, বেদদ্যুতি ও তাঁর বাবা-মা মিলে তাঁকে সপরিবারে বাড়ি ছাড়া করার জন্য দীর্ঘ ৮ বছর ধরে বিভিন্নভাবে উৎপাত চালিয়ে যাচ্ছে । কখনও হুমকি দেখাচ্ছে । কখনও আবার এলাকায় তাঁদের নামে কুৎসা রটাচ্ছে । বেনামে চিঠি পাঠিয়ে ভয় দেখাচ্ছে । এমনকি বাড়িতে ময়লা আবর্জনা ফেলছে ।
শিবেশবাবুর অভিযোগ, এদিন সকাল ৭ টা নাগাদ বেদদ্যুতির বাবা-মা হঠাৎ তাঁর বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে । তারপর তাঁরা বাড়ির সদর দরজার সামনে বেশ কিছু আবর্জনা ফেলে পালিয়ে যায় । এরপর তিনি পুরসভার ৩ নম্বর ওয়ার্ড অফিসের কার্যালয়ে গিয়ে এনিয়ে নালিশ জানাতে যান । তখন সরেজমিনে দেখার জন্য ঘটনাস্থলে আসেন চন্দন মাঝি ও প্রলয় কুমার ঘোষ নামে দুই তৃণমূল কর্মী । তাঁরা বিষয়টি দেখার পর বিষয়টি নিয়ে মিমাংসার জন্য বেদদ্যুতি পালদের ডাকাডাকি করেন। আর ঠিক তখনই বেদদ্যুতি তাঁদের বাড়ির জানালা দিয়ে ওই দু’জনকে লক্ষ্য করে ফুটন্ত জল নিক্ষেপ করেন ।
জানা গেছে,ঘটনার পর আহত দুই তৃণমূল কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন । এরপর এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেন শিবেশ ব্রহ্মচারী । অভিযোগ পেতেই ৩ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের এদিন কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ৩ জনকেই ১৮ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ।।