এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,০৫ অক্টোবর : বর্তমান সমাজে পরকীয়া সম্পর্ক কার্যত মহামারীর আকার ধারন করেছে । নরনারীর আদিম প্রবৃত্তির উৎকট নেশায় ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা পরিবার । কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে এমনই একটি অদ্ভুত ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ যেখানে এক বিবাহিত মহিলা ও এক বিবাহিত পুরুষের মধ্যে দীর্ঘ দিনের পরকীয়া সম্পর্ক চলছিল । কিন্তু মহিলা তার বান্ধবীর সাথে প্রেমিকের পরিচয় করিয়ে দিলে ঘটনা অন্য দিকে মোড় নেয় । যশোদা নামে ৩৮ বছর বয়সী ওই বিবাহিত মহিলার প্রেমিক তার বান্ধবীর সাথে যৌন সম্পর্কে জড়িয়ে পড়ে । আর তারা যে হোটেলে উদ্দাম যৌনতায় লিপ্ত হয়েছিল,ঠিক তার পাশের ঘরে আত্মঘাতী হয় যশোদা ।
ঘটনাটি ঘটেছে গত ২ অক্টোবর বেঙ্গালুরুর মাগাদি রোডের আগ্রাহারা দাসরাহাল্লির ওওয়াইও চ্যাম্পিয়ন কমফোর্ট লজে । যশোদা বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে। বিশ্বনাথ নামে একজন অডিটরের সাথে যশোদার ৮ বছর ধরে পরকীয়া সম্পর্ক ছিল। অডিটর বিশ্বনাথও বিবাহিত এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে।
যশোদা সম্প্রতি তার বান্ধবীর সাথে বিশ্বনাথের পরিচয় করিয়ে দিয়েছিল। কিন্তু, বিশ্বনাথ গোপনে যশোদার বান্ধবীর সাথে শারিরীক সম্পর্কে জড়িয়ে পড়ে। বিশ্বনাথ যশোদার বান্ধবীকে ওওয়াইও চ্যাম্পিয়ন কমফোর্টে নিয়ে গিয়েছিল । সেখানে একটা ঘরে তারা যৌনতায় মেতে ওঠে । এটি জানতে পেরে, যশোদাও একই লজে যায় এবং বিশ্বনাথ এবং তার বান্ধবো যে ঘরে ছিল, ঠিক তার বিপরীতে একটি ঘর ভাড়া করে। লজে, যশোদা তার বান্ধবী ও বিশ্বনাথকে হাতেনাতে ধরে ফেলে। লজেই যশোদার বিশ্বনাথের সাথে ঝগড়া হয় এবং পরে, যশোদার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।এই বিষয়ে বেঙ্গালুরুর মাগাদি রোড থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ মহিলার মৃত্যুর বিষয়ে আরও তদন্ত চালাচ্ছে।।