বিশ্বের মধ্যে সবচেয়ে অর্থনৈতিকভাবে স্থিতিশীল দেশের তালিকা প্রকাশিত হয়েছে । ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট অনুসারে তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত(UAE) । যেখানে ভারতকে রাখা হয়েছে ৪৭তম স্থানে । উল্লেখযোগ্য বিষয় হল যে তালিকায় প্রথম ১০-এ স্থান হয়নি আমেরিকা(USA) ও চীনের। আমেরিকা ও চীন যথাক্রমে রয়েছে ১৩তম ও ১৯তম স্থানে । ৮৯ টি দেশের ওই তালিকায় বাংলাদেশ ৮২তম স্থানে জায়গা পেলেও পাকিস্তানের নাম নেই ।
ওয়ার্ল্ড ওফ স্টাটিক্সের এক্স হ্যান্ডেলে প্রকাশিত তালিকার প্রথম দশে রয়েছে : ১.সংযুক্ত আরব আমিরাত, ২.সুইজারল্যান্ড,৩. জার্মানি,৪. কানাডা,৫. জাপান,৬. অস্ট্রেলিয়া,৭. সুইডেন, ৮. ডেনমার্ক,৯. নেদারল্যান্ডস এবং ১০. সৌদি আরব ।
এরপরে রয়েছে : ১১.নরওয়ে,১৩. মার্কিন যুক্তরাষ্ট্র,১৫. অস্ট্রিয়া,১৬. যুক্তরাজ্য,১৭. ফিনল্যান্ড,১৯. চীন,২০. ফ্রান্স,২৩. দক্ষিণ কোরিয়া,২৫. স্পেন,২৮. ইতালি,৩১. রাশিয়া,৩৩.চেকিয়া,৩৪.হাঙ্গেরি,৪৪.তুরস্ক,৪৬. স্লোভেনিয়া, ৪৭.ভারত,৫০.ব্রাজিল,৫৩.মিশর,৫৭. মেক্সিকো,৬১.আর্জেন্টিনা,৬২. দক্ষিণ আফ্রিকা,৬৩. ইরান,৭০.কাজাখস্তান,৮২.বাংলাদেশ,৮৬. কেনিয়া এবং ৮৯. ইউক্রেন । তবে তালিকার মাঝে বেশ কিছু জায়গা ফাঁকা রেখে দেওয়া হয়েছে ।।