এইদিন বিনোদন ডেস্ক,০৪ অক্টোবর : কন্নড় সুপারস্টার ঋষভ শেট্টি ও নায়িকা রুক্মিণী বসন্ত অভিনীত কান্তারার সিক্যুয়েল ‘কান্তারা: চ্যাপ্টার ১’ বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে । গত ২ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তিপ্রাপ্ত এই ছবিটি মাত্র দুই দিনে ১০০ কোটি টাকারও বেশি আয় করেছে। এটি ২০২৫ সালের দ্বিতীয় সফল ছবি। এর আগে রাজ বি. শেঠির ‘সু ফ্রম সো’ ১০০ কোটি টাকা আয় করেছিল।
ঋষভ শেঠি পরিচালিত এই ছবিতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত । এছাড়াও গুলশান দেবাইয়া, জয়রাম প্রমুখ প্রধান চরিত্রে অভিনয় করেছেন । ‘কানতারা: চ্যাপ্টার ১’ প্রথম দিনে ৬২ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিনে ছবিটির আয়ও ভালোই ছিল । গতকাল ছবিটি আয় করেছে ৪৩.৬৫ কোটি টাকা । ‘কানতারা: চ্যাপ্টার ১’ ভারতে মোট ১০৫.৫ কোটি টাকা আয় করেছে। ‘কেজিএফ ২’-এর পর এটিই প্রথম ছবি যা মাত্র দুই দিনের মধ্যে ১০০ কোটি টাকা ক্লাবে প্রবেশ করেছে।।