এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,০৪ অক্টোবর : শারদীয়া দুর্গোৎসব শেষ হতেই লক্ষ্মী ও কালীপূজোর জন্য প্রস্তুতি নিচ্ছেন রাজ্যের মৃৎশিল্পিরা । বিশেষ করে মাত্র দিন দুয়েক পরেই লক্ষ্মীপূজো । তাই বায়না করা মুর্তি নির্দিষ্ট সময়ের মধ্যে পূজো উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়ার জন্য চরম ব্যস্ত আছেন তারা । এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে নিমতৌড়ি হাই রোড সংলগ্ন গণপতি নগরে এক মৃৎশিল্পির লক্ষ্মী ও কালী প্রতিমা মিলে অন্তত ৫০টি প্রতিমা শুক্রবার রাতের অন্ধকারে ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছে দুষ্কৃতীরা । ফলে গোটা পরিবারটি কার্যত পথে বসে গেছে । রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, ‘পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র চলছে৷’
তিনি ভাঙচুর করা প্রতিমাগুলির একটি ভিডিও এক্স-এ শেয়ার করেছেন । ভিডিওতে দেখা প্রতিমাগুলিকে এমনভাবে ভাঙা হয়েছে যে সেগুলি জোড়াতালি দিয়েও ফের খাড়া করা অসম্ভব । ভিডিওতে মৃৎশিল্পি ও তার স্ত্রীকে কারখানার মধ্যে হতাশ হয়ে গালে হাত দিয়ে বসে থাকতে দেখা গেছে । তাদের সন্তান এক কিশোরকেও হতাশ হয়ে দাঁড়িতে থাকতে দেখা যায়৷

শুভেন্দু অধিকারী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লিখেছেন,’তমলুকের গণপতি নগরে শিল্পালয়ে একাধিক প্রতিমা ভেঙে দিলো দুষ্কৃতীরা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে নিমতৌড়ি হাই রোড সংলগ্ন গণপতি নগরে প্রতিমা ও কালী প্রতিমা মিলিয়ে প্রায় 50 টি প্রতিমা ভাঙচুর করেছে দুষ্কৃতীরা।’ তিনি আরও লিখেছেন,’গত কাল রাত্রে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে নিমতৌড়ি হাই রোড সংলগ্ন গণপতি নগরে, উত্তর নারকেলদা হাটের কাছে অনিল চাকড়ার প্রতিমা তৈরীর কারখানায় লক্ষ্মী প্রতিমা ও কালী প্রতিমা মিলিয়ে প্রায় পঞ্চাশটি প্রতিমা ভাঙচুর করেছে জেহাদিরা। প্রতিমাগুলি আসন্ন লক্ষ্মী পুজো ও কালী পুজোর জন্য তৈরী করা হচ্ছিল।
পপশ্চিমবঙ্গ সরকারকে তুলোধুনো করে শুভেন্দু অধিকারী লিখেছেন,’এর আগেও রাজ্যের বেশ কিছু জায়গায় জেহাদিদের দ্বারা এইরকম মুর্তি ভাংচুরের ঘটনা রাজ্যবাসী দেখেছে। আসলে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। রাজ্য সরকার ৩০ শতাংশ ভোট নিশ্চিত করার জন্য এই সব দেখেও চোখ বুজে রয়েছে, কারণ ভোট বড়ো বালাই।আমি পুলিশ প্রশাসন কে অবিলম্বে দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলব। নাহলে এই ধরনের জেহাদিদের উৎপাৎ আরোও বাড়তেই থাকবে।’
একই ভিডিও জেলার বিজেপি নেতাকর্মীরাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন । তবে এই ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা জানা যায়নি ।।