এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,০৬ সেপ্টেম্বর : কাটোয়া-১ পঞ্চায়েত সমিতির গোডাউনে অগ্নিজান্ডের ঘটনা ঘটল সোমবার সকালে । খবর পেয়ে দমকলবাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে তার আগে আগুনে ভস্মীভূত হয়ে যায় বহু সরকারি নথিপত্র । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । এই বিষয়ে কাটোয়া-১ বিডিও আসিফ ইকবাল বলেন, ‘যে ঘরটিতে আগুন লেগেছে সেখানে মূলত খাদ্য দফতরের নথিপত্র ছিল । তার সিংহভাগই ভস্মীভূত হয়ে গেছে । তবে ইতিমধ্যে প্রায় সবই কম্পিউটারে এন্ট্রি করা হয়ে গিয়েছে । সর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।’
স্থানীয় সূত্রে জানা গেছে,কাটোয়ার পাঁচঘড়া মোড়ে রয়েছে কাটোয়া-১ পঞ্চায়েত সমিতি ও বিডিও অফিসের গোডাউনটি । এদিন সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ হঠাৎ গোডাউনের ভিতর থেকে ধোঁওয়া বের হতে থাকে । বিষয়টি অফিসের কর্মী ও অফিসে আগত লোকজনদের নজরে পড়লে তাঁরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন । সঙ্গে সঙ্গে বিষয়টি বিডিওকে জানানো হয় । পাশাপাশি খবর দেওয়া দমকল অফিসে । এরপর দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।।