এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ অক্টোবর : এবারে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজার থিম ছিল “অপারেশন সিঁদূর” । লক্ষ লক্ষ দর্শনার্থী এই থিম দেখতে ভিড় জমিয়েছিল বিজেপি নেতা সজল ঘোষদের ওই পূজো মণ্ডপে । কিন্তু এই থিম রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস মোটেই স্বাভাবিক ভাবে নেয়নি ৷ সেকারণে পুজো বানচাল করতে পুলিশ “অত্যাচার” চালিয়েছিল বলে অভিযোগ । দর্শনার্থীরা যাতে পুজোমণ্ডপে পৌঁছতে না পারে সেজন্য পুলিশ প্রধান সড়কগুলিতে বিশাল বিশাল লোহার ব্যারিকেড করে ঘিরে রেখে দেয় বলে অভিযোগ তোলেন সজল । তিনি শাসকদল ও পুলিশকে “অসুর” আখ্যা দিয়ে ২০২৬ সালে “অসুর বিহীন” বাংলা করে দূর্গাপুজো করার শপথ নেওয়ার আহ্বান জানালেন৷
আজ শুক্রবার একটি ভিডিও বার্তায় সজল ঘোষ বলেছেন,’পুলিশ যাদের ঘুরিয়েছে, মাতৃ প্রতিমা দর্শন করতে দেয়নি যাদের,যে শিক্ষকদের পুলিশ লাঠিপেটা করেছে, যে শত শত অভয়ারা নিরবে নিভৃতে নিজেদের চোখের জল ফেলছেন, সন্তোষ মিত্র স্কোয়ার তাদেরকে আহ্বান জানায়,না এটা কোন কার্নিভাল নয়, আসুন আমরা এই নিরঞ্জন যাত্রায় সামিল হয়ে, শপথ গ্রহণ করি, এই বাংলার সমস্ত অসুর শক্তির বিনাশ আমরা করবই করব। ২০২৬ সালের দূর্গা পুজো হবে অসুর বিহীন বাংলায়।
আগামীকাল ৪.১০.২০২৫ সন্ধ্যে ৬.৩০ সন্তোষ মিত্র স্কোয়ার প্রাঙ্গণে সমবেত হওয়ার আহ্বান জানাই ।’ পাশাপাশি তিনি আহ্বান জানিয়েছেন,’মা-বোনেদের কাছে বিশেষ অনুরোধ, যদি সম্ভব হয় সাদা লাল পাড়ের শাড়ি পরে ও হাতে শঙ্খ নিয়ে আসতে পারলে ভালো হয়৷’
প্রসঙ্গত,এবারে কলকাতা পুলিশের উপরে শুধু সন্তোষ মিত্র স্কোয়ার নয়,মহম্মদ আলি পার্কের পুজো উদ্যোক্তারাও চরম ক্ষুব্ধ৷ মহাপঞ্চমীর রাতে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে, মণ্ডপ বন্ধ করে দেয় মহম্মদ আলি পার্কের পুজো উদ্যোক্তারা। তাঁদের অভিযোগ, অন্য বছরে দর্শনার্থীরা যে রুট ধরে তাঁদের পুজো মণ্ডপে আসেন, এবার সেই রুট ঘুরিয়ে দিয়েছে পুলিশ। ফলে মহম্মদ আলি পার্কের মণ্ডপে সেভাবে লোক হচ্ছে না। তারা চলে যাচ্ছে অন্য পুজো মণ্ডপে। এই অভিযোগ তুলে শনিবার রাতে গোটা মণ্ডপে আলো নিভিয়ে দেন উদ্য়োক্তারা। দর্শনার্থীদের জন্য পুজো মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়।
অন্যদিকে, শনিবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে বেনজির সংঘাত বাধে । পুজো বন্ধ করার জন্য পুলিশি চক্রান্তের অভিযোগ তোলেন বিজেপি নেতা ও পুজোর উদ্যোক্তা সজল ঘোষ। তাঁর অভিযোগ, পুজোর যে থিম, অপারেশন সিঁদুর, তা নিয়ে শো চালাতে বাধা দিচ্ছে পুলিশ। শুক্রবার চতুর্থীতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেছেন অমিত শাহ। আর শনিবারই সাংবাদিক বৈঠক করে চাঞ্চল্যকর দাবি করেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। পুলিশের বিরুদ্ধে তুললেন অসহযোগিতা, হেনস্থার মতো গুচ্ছ গুচ্ছ অভিযোগ। এমনকি তিনি পুজো বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন ।
এমনকি গতকাল তিনি অভিযোগ করেন যে কলকাতা পুলিশের সাদা পোশাকের এক কর্মী এক মহিলা দর্শনার্থীর সাথে অশালীন আচরণ করেছে । সজল ঘোষ তার একটা ভিডিও ফেসবুক পেজে পোস্ট করেছেন৷ যাতে মহিলার কার্যত গলা টিপে ধরে কয়েকজন পুরুষকে টানতে টানতে নিয়ে যেতে দেখা যায় । তিনি লিখেছেন,’ভালো পুলিশ অফিসার কি শুধু মাত্র মিউজিয়ামেই পাওয়া যাবে ? গতকাল রাতের ঘটনা,মহিলা দর্শনার্থীদের সাথে,এরা কেষ্টর কাছে গালি খায়,আর দুর্বলের ওপর মস্তানি করে ।’।