এইদিন বিনোদন ডেস্ক,০৩ অক্টোবর : বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে মৌলবাদীদের রোষানলে পড়লেন বাংলাদেশি জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান (Yash Rohan) । কপালে তিলক পরে দেবী দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে একটা সাদাকালো ছবি বৃহস্পতিবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে ওই অভিনেতা শুধু লিখেছে “শুভ বিজয়া”৷ কিন্তু একজন মুসলিম হয়েও একে দেবী প্রতিমার সামনে,তার ওপর কপালে তিলক পরায় তেলেবেগুনে জ্বলে উঠেছে বাংলাদেশের কট্টরপন্থীরা । তারা অভিনেতা ইয়াশ রোহানকে রীতিমতো হুমকি দিতে শুরু করেছে । যদিও আজ শুক্রবার দুপুর পর্যন্ত পোস্টটি অভিনেতার পেজে দেখা গেছে৷
একজন মৌলবাদী লিখেছে,“তুই কি হিন্দু? আজকে জানলাম”৷ আবার কেউ লিখেছে, “এতদিন তো মুসলিম মনে করতাম”। আরেকজন সরাসরি অভিনেতাকে আক্রমণ করে বলেছে, “আজকের পর থেকে তোমার নাটক আর দেখব না”। অভিনেতা ইয়াশ রোহান অবশ্য কট্টরপন্থীদের এসব নেতিবাচক মন্তব্যের শান্তভাবে প্রতিক্রিয়া জানান । তিনি “আহারে ভাই”, “যা ভালো মনে করেন” ইত্যাদি মন্তব্য করে কট্টরপন্থীদের গায়ের জ্বালা আরও বাড়িয়ে দিচ্ছেন ।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের কটাক্ষ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি এবং এটি শিল্পী-সংস্কৃতির স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে।নেটিজেনরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন— “এখানেও একজন অভিনেতাকে গিলতে চাচ্ছে! আবারও সম্প্রীতির বাংলাদেশ অস্বীকার করা যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে।”
অবশ্য কোনো কোনো মুসলিম অভিনেতার পাশে এসে দাঁড়িয়েছেন । একজন লিখেছেন,’আমি ধর্ম দেখে তোমার নাটক দেখিনা। আমার তোমাকে ভালো লাগে তাই। তোমার ধর্ম নিয়ে আমি কিছু বলতে চাই না আর বাংলাদেশের মানুষ ধর্ম দিয়ে একটু বেশিই বিচার করে, তাদের চিন্তাভাবনা খুবই ছোট, তুমি অসাধারণ সুন্দর একজন মানুষ, তোমার নাটকের প্রতিটি চরিত্রই মনোমুগ্ধকর। ভালোবাসা অফুরন্ত, ভাই।’
বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের ধর্মীয় বিদ্বেষ ও কটাক্ষ একটি বহুত্ববাদী সমাজের জন্য অশনিসংকেত। বাংলাদেশে দীর্ঘদিন ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব সম্প্রদায় মিলেমিশে উৎসব উদযাপন করে আসছে। দুর্গাপূজা, ঈদ, বড়দিন, বুদ্ধপূর্ণিমা—সবই জাতীয় জীবনের অংশ। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমবর্ধমান হিংসাত্মক ও বিদ্বেষমূলক বক্তব্য দেশীয় সংস্কৃতি ও সম্প্রীতির পরিবেশকে দুর্বল করে দিচ্ছে । যেটা মহম্মদ ইউনূসকে সামনে রেখে হিযবুত তাহরীত, জামাত ইসলামি ও বিএনপি-এর মত উগ্র সাম্প্রদায়িক দলগুলি ক্ষমতায় এসে আরও বিপজ্জনক জায়গায় নিয়ে গেছে ।।