এইদিন ওয়েবডেস্ক,সন্দেশখালি,০৩ অক্টোবর : মাত্র কয়েক মিনিটের টর্নেডোর দাপটে লন্ডভন্ড হয়ে গেল দক্ষিণ ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালির গ্রাম । বিধ্বস্ত হয়েছে শতাধিক কাঁচা বাড়ি । ভেঙে পড়ে বড়বড় গাছ । অন্তত ৩০ টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে গোটা এলাকা । এই দুর্যোগে অন্তত ৬ জন আহত এবং একজন আগুনে পুড়ে মারা গেছে বলে খবর । আহতদের কারোর স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে । কাউকে স্থানান্তরিত করা হয়েছে ক্যানিং হাসপাতাল ।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বুধবার মধ্যরাতেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে গতকাল জানিয়েছিল আবহাওয়া দফতর । পূর্বাভাস অনুযায়ী,বুধবার দশমীর রাত থেকে আজ শুক্রবার(৩ অক্টোবর) একাদশীর ভোরের মধ্যে গোপালপুর ও পারাদ্বীপের মাঝখান দিয়ে ওড়িশা ও সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে ঘূর্নিঝড় । তার আগেই বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগেই সরবেড়িয়া আগাহাটি অঞ্চলের পাথরঘাটা দিঘিরপাড় দিয়ে বয়ে যায় বিধ্বংসী টর্নেডো । মাত্র কয়েক মিনিটের ঝড়-জলের তান্ডবে কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় গ্রামটি । ঝড়ের দাপট কমলে গ্রামে যান স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো । তারপর ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় ।।