এইদিন ওয়েবডেস্ক,ইউপি,০২ সেপ্টেম্বর : আজ বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরপ্রদেশের সম্ভলে শুরু হয়েছে বুলডোজার অভিযান৷ সম্ভলের আসমোলি থানার অন্তর্গত রায় বুজুর্গ গ্রামে পুকুর এবং কম্পোস্ট পিটের জন্য নির্ধারিত জায়গায় অবৈধভাবে নির্মিত প্রাসাদ সদৃশ বিশাল বিয়েবাড়ি “জনতা ম্যারেজ হল” ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে । জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং প্রচুর পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে । পাশাপাশি গ্রামে ড্রোন নজরদারি এবং নিরাপত্তা মোতায়েন জোরদার করা হয়েছে ।
সম্ভলের এসপি কে কে বিষ্ণোই সংবাদ সংস্থা এ এন আই-কে বলেছেন,’সম্ভলের আসমোলি থানার অন্তর্গত রায় বুজুর্গ গ্রামে একটি পুকুর এবং কম্পোস্ট পিট তৈরির জন্য নির্ধারিত জমি ছিল । সেই জমির উপরেই অবৈধভাবে নির্মান করা হয়েছিল ওই বিয়ে বাড়িটি । তাদের এটি ভেঙে ফেলার জন্য ৩০ দিনের সময় দেওয়া হয়েছিল। ৩০ দিনের সময়সীমা থাকা সত্ত্বেও, তারা এখনও এটি ভেঙে ফেলেনি; তাই প্রশাসন নিজেরাই এটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে । এটি অবৈধ নির্মাণ ছিল। তাদের যথেষ্ট সময় দেওয়া হয়েছে।’ তিনি জানান, ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। জায়গাটি একটি মাদ্রাসা এবং ‘বিয়েবাড়ি’ হিসেবে পরিচালনা করছিল। এটি কয়েক একর জমির উপর নির্মিত হয়েছিল ।।