এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট,৩০ নভেম্বর ঃ শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়- শুভেন্দুর মধ্যে কার্যত বাক যুদ্ধ শুরু হয়ে গেছে । সোমবার মঙ্গলকোটে দলীয় কর্মসুচীতে যোগ দিতে আসা তৃনমুলের বীরভুম জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে এনিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারী রাজ্য নেতা।অভিষেকও রাজ্য নেতা । ওরা কি বললো না বললো ওটা ওদের ব্যাপার । আমি ওর ভিতরে ঢুকতে রাজি নই । তবে গ্রামগঞ্জের মানুষ মাটিতেই পা রেখেই রাজনীতি করে।” পাশাপাশি তিনি বলেন, “শুভেন্দু দলেই আছে । দল ছাড়েনি । শুভেন্দু বলেছি কি, ‘আমি দলে নেই ‘? তাই এখনই এনিয়ে মন্তব্য করব না । যখন দল ছাড়বে তখন মন্তব্য করব ।’
দেখুন ভিডিও :
প্রসঙ্গত, মঙ্গলকোটের বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মঙ্গলকোটে বালির বেআইনি কারবার ও তাঁর অনুগামীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তুলে গত সপ্তাহে জেলা পুলিশ ও জেলাপ্রশাসনের কাছে নালিশ জানিয়ে আসেন। গত রবিবারেও পশ্চিম মঙ্গলকোটে দলীয় কর্মসুচীতে যোগ দিতে এসে জেলবন্দি স্থানীয় এক তৃনমুল নেতার দৃষ্টান্ত দিয়ে মন্ত্রী দাবি করেন,তাঁকে অন্যায়ভাবে জেলে ঢোকানো হয়েছে । এছাড়া অনেক পুরনো কর্মীকেও অন্যায়ভাবে জেলে ঢোকানো হয়েছে বলে দাবি করেন মন্ত্রী।
এই প্রসঙ্গে এদিন অনুব্রত মন্ডলের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ওসব বাজে কথা । অন্যায় করলে জেল খাটতে হবে । সে(জেলবন্দি তৃনমুল নেতা) অন্যায় করছে তাই জেল খাটছে । যদি নির্দোষ হয় তবে সে জেল থেকে বেড়িয়ে আসবে ।’
এদিন মঙ্গলকোটের মাজিগ্রামে বিশ্বেশ্বরী হাইস্কুলে তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন হয় । মঙ্গলকোট বিধানসভার মাজিগ্রাম, ভাল্যগ্রাম ও আলমপুর এই তিন অঞ্চলে দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন অনুব্রত মণ্ডল । এদিনের কর্মসুচীতে অনুব্রত মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, মঙ্গলকোট ব্লক তৃণমূল সভাপতি অপূর্ব চৌধুরীসহ ব্লকের নেতারা ।