এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ অক্টোবর : চলতি দুর্গোৎসবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একের পর এক কর্মকাণ্ড ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হচ্ছে । প্রথমে পিতৃপক্ষে দুর্গাপূজা মণ্ডপের উদ্বোধন,মাঝে হিজাবের মত মাথায় ও কানে নিজের শাড়ির আঁচল জড়িয়ে নেওয়া,এছাড়া দেবীপ্রতিমার দিকে বাম হাত দিয়ে ফুল ছোড়ার পর এবারে সতীপীঠ কালীঘাট মন্দিরের মা দক্ষিণা কালীর দিকে “উচ্ছিষ্ট চরণামৃত বা প্রসাদ ছুড়ে দেওয়া”র অভিযোগ উঠল । যাকে “কালীঘাটে কেলেঙ্কারি” আখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
গতকাল ‘কালীঘাটের মন্দিরে মহানবমীর আরতিতে’ যোগ দেওয়ার কথা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন মমতা৷ এমনকি ভিডিও-ও শেয়ার করেন তিনি । কিন্তু সেই সময় মমতার কিছু আচরণের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । সেই ভিডিওটি পোস্ট করেছেন শুভেন্দু । তিনি লিখেছেন,মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এটা কি করছেন? কালীঘাট মন্দিরের গর্ভগৃহে পুরোহিত আপনাকে মা দক্ষিণা কালীর চরণামৃত বা প্রসাদ কিছু একটা দিয়েছেন, যা আপনি মাথায় ছোঁয়ালেন, মুখেও গ্রহণ করলেন, দিয়ে সেটাই আবার মা’এর দিকে ছুঁড়ে দিলেন? প্রসাদ হোক বা চরণামৃত বা অন্যকিছু যেটা আপনি গ্রহণ করে মুখে নিলে তা এঁঠো হয়ে যায়, আর সেই এঁঠো মা’এর দিকে ছোঁড়া যায় না, এটা অনাচার।’
ভিডিওতে দেখা গেছে দেবীর সামনে মমতার বাম হাতে কাগজ জাতীয় কিছু ছিল । ডান হাতটি গ্রিলের ফাঁক দিয়ে দেবীর চরনের কাছে নিয়ে যান৷ সেখান থেকে প্রসাদ বা অন্য কিছু নিয়ে তাকে খেতে দেখা যায়৷ এরপর নিজের মাথায় স্পর্শ করে দেবী মুর্তির দিকে ছুড়ে দেন । সেই সময় মমতার দু’পাশে দু’জন পুরোহিতকে দেখা যায়৷
শুভেন্দু লিখেছেন,’ভাগবত পুরাণ এবং কালিকা পুরাণ অনুসারে, কালীঘাটে দেবীর ডান পায়ের আঙুল পড়েছিল তাই কালীঘাট ৫১ সতীপীঠের একটি। শুধু তাই নয় ৫১ টি সতীপীঠের মধ্যে অন্যতম পবিত্র শক্তিপীঠ কালীঘাট, হিন্দুধর্মে যার আধ্যাত্মিক মাহাত্ম অপরিসীম। গর্ভগৃহে আপনার এই অনাচার সরাসরি হিন্দুদের বিশ্বাস ও আস্থার উপর আঘাত এবং শাস্ত্র বিরোধী।’
তার অভিযোগ,’মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূলের নেতৃত্ব তাদের ৩০ শতাংশ ভোটব্যাঙ্ক কে সুরক্ষিত করতে অত্যন্ত সচেতন ভাবেই বার বার হিন্দুদের বিশ্বাস ও আস্থায় আঘাত দিয়ে চলেছেন। আমাদের আরাধ্য দেবদেবীকেও এনারা ছাড়ছেন না। এর আগে ওনারই দলের এক সাংসদ মা কালী সম্পর্কে কটুক্তি করেছিলেন।’
শুভেন্দু আরও লিখেছেন,’কালীঘাট মন্দিরে পুজিতা মা দক্ষিণা কালী অত্যন্ত জাগ্রত বলেই আমাদের বিশ্বাস, নিশ্চিত ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাপাধ্যায় আপনাকে এর ফল ভোগ করতেই হবে।মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু রীতি-নীতি’র বিষয়ে অজ্ঞতা আবারো প্রকাশ্যে এলো।’।